ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথম জাতীয় সার্ফিং

প্রকাশিত: ০৪:৪৪, ১২ এপ্রিল ২০১৫

প্রথম জাতীয় সার্ফিং

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশে সার্ফিংয়ের মান উন্নয়নের লক্ষ্যে এবং উন্নত প্রশিক্ষণের জন্য আগামী ২৬ এপ্রিল (সম্ভাব্য তারিখ) আসন্ন জাতীয় সার্ফিং প্রতিযোগিতা উপলক্ষে বিভিন্ন দেশের ২৩ সদস্যের একটি প্রশিক্ষক দল ঢাকা এসেছে শুক্রবার। এ উপলক্ষে শনিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ফিং এ্যাসোসিয়েশনের (বিএসএ) সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ফিং এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী প্রমুখ। ফেডারেশনের সভাপতি ইকবাল বিন আনোয়ার বলেন, ‘আমরা নতুন ফেডারেশন। এখনও কোন টুর্নামেন্টের আয়োজন করতে পারিনি। ক’দিন পরেই প্রথম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। এ খেলাটি বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। সফরকারী দলের দলনেতা অস্ট্রেলিয়ার জ্যাকসি ট্রেইন বলেন, ‘বাংলাদেশে আছে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। যা অত্যন্ত নিরাপদ। পাথর, হাঙ্গর বা অন্য কোন ধরনের সমস্যা নেই এখানে।’ বাংলাদেশে আসা ‘সার্ফিং দ্য নেশন্স’-এর সদস্যরা হলেন : দক্ষিণ আফ্রিকার কেট এ্যাম; যুক্তরাষ্ট্রের কাইতি কাউনার, ডাকোথা গোস্তায়ানসি, ল্যারি ডয়গিস, এ্যানি ব্লোয়িস, টেকা গাবালদো, ক্যাথেরিন বেডমন্ড, রসকস, ব্রেন্ডন সৌথমিক, জ্যাকসি ট্রেইন, গরিদার, জো, এ্যান্ড্রু স্ট্রিল; সুইজারল্যান্ডের রোজেস ভ্যান নিয়াদহাসেন, মেগান সোনিতজার; অস্ট্রেলিয়ার ভিট্টর হ্যালবেন, এ্যান্ডু ক্যাপি, কানাডার ট্রাবিস স্পেনসার, এ্যাশলে হিল্টন, বেন্না ভ্যানকাসান্দ, লরা ভ্যান; সুইডেনের ফ্রেড জোভিডসো, সফরকারী সার্ফিং দলটি বাংলাদেশে ২০ দিন অবস্থান করবে এবং কক্সবাজারে শতাধিক সার্ফারকে প্রশিক্ষণও দেবে।
×