ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তদন্ত চলছে

নবনির্মিত একাডেমিক ভবনে ফাটল ॥ নিম্নমানের কাজের অভিযোগ

প্রকাশিত: ০৪:৩২, ১২ এপ্রিল ২০১৫

নবনির্মিত একাডেমিক ভবনে ফাটল ॥ নিম্নমানের কাজের অভিযোগ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারের উখিয়ায় শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীনে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত শিক্ষা ভবনে পুকুর চুরির অভিযোগ উঠেছে। সরকারী সোয়া কোটি টাকা বরাদ্দে ওই প্রকল্প কাজে আত্মসাত করা হয়েছে সিংহভাগ টাকা। নির্মাণ কাজের শুরু থেকে স্থানীয় লোকজন ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম ও কারচুপির অভিযোগ আনলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওইসময় কারও অভিযোগ কানে তোলেনি বলে অভিযোগ রয়েছে। ফলে তিনতলাবিশিষ্ট একাডেমিক ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই ভবনের দক্ষিণ পার্শ্বে একাধিক অংশে ফাটল দেখা দিয়েছে। সিঁড়ি ঘরের কলাম, বিম, মূল ভবন থেকে প্রায় ১ ফুট উত্তর দিকে ঝুলে গেছে। উখিয়া সদরে পাইলট উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর শ্রেণীকক্ষ সঙ্কট নিরসনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রাণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদফতর ২০১৩-২০১৪ অর্থবছরে তিনতলা বিদ্যালয় একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়। শিক্ষা মন্ত্রণালয়ের ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দে নতুন ভবন নির্মাণ কাজের দায়িত্ব দেয়া হয় ঠিকাদার দীপংকর বড়ুয়াকে। ঠিকাদার কাজ শেষে ভবন হস্তান্তর করার পূর্বে ফাটল ধরায় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সঞ্চারসহ অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে দালান ধসে পড়ার আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
×