ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেতন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদ

রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ভাংচুর

প্রকাশিত: ০৪:২৯, ১২ এপ্রিল ২০১৫

রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১১ এপ্রিল ॥ রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবি ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে অন্তিম নিটিং, ডাইিং এ্যান্ড ফিনিশিং ও অন্তিম নিট কম্পোটজিট নামে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উত্তেজিত শ্রমিকরা কারখানার ভেতরে বেশ কয়েকটি জানালার কাঁচ ভাংচুর করেন। এছাড়া কারখানার জিএম প্রদীপ কুমার সাহাকে শ্রমিকরা লাঞ্ছিত করেন। পরে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে কয়েক দফা বিক্ষোভ করেছেন। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানায়, গত মার্চ মাসের বেতন-ভাতা এ মাসের ৫ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। গত কয়েকদিন ধরেই শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা মালিকপক্ষের কাছে দাবি করে আসছিলেন। কিন্তু তারা দেই দিচ্ছি করে বিভিন্নভাবে টালবাহানা করে আসছিলেন। এছাড়া শ্রমিক নির্যাতনের প্রতিবাদে কারখানার এজিএম কবির হোসেন ও জিএম প্রদীপ কুমার সাহার অপসারণ দাবি করেছেন। শনিবার সকালে কাজে যোগদান না করে শ্রমিকরা ফের বকেয়া বেতন-ভাতা দাবি করেন ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদ জানান মালিকপক্ষের কাছে। এ সময় কারখানার জিএম প্রদীপ কুমার সাহা শ্রমিকদের গালমন্দ করেন। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে প্রদীপ কুমার সাহাকে লাঞ্ছিত করেন। পরে উত্তেজিত শ্রমিকরা কারখানার ভেতরের বেশ কয়েকটি জানালার কাঁচ ভাংচুর করেন। এক পর্যায়ে সাড়ে ১০টার দিকে কয়েক শতাধিক শ্রমিক কারখানা ত্যাগ করে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। এরপর তারা বকেয়া বেতন-ভাতার দাবি ও জিএম প্রদীপ সাহার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। প্রায় বেশ কিছুক্ষণ শ্রমিকরা সড়কসহ সড়ক এলাকায় অবস্থানের ফলে সড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থল পুলিশ এসে শ্রমিকদের সান্ত¡না দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। শ্রমিকরা অভিযোগ করেন, কারখানার এজিএম কবির হোসেন ও জিএম প্রদীপ কুমার সাহা শ্রমিকদের ওপর বিভিন্ন সময় নির্যাতন চালিয়ে আসছে। কেউ প্রতিবাদ করলে তাকে কারখানা থেকে বের করে দেয়া হয়। এছাড়া শ্রমিকদের দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে থাকেন ওই দুই কর্মকর্তা। তবে এজিএম কবির হোসেন ও জিএম প্রদীপ কুমার সাহা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।
×