ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে

প্রকাশিত: ০৩:৪৮, ১২ এপ্রিল ২০১৫

পাকিস্তানকে  চড়া মূল্য দিতে হবে

ইয়েমেন ইস্যুতে পাকিস্তানের অবস্থানের কঠোর জবাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পাক পার্লামেন্টে শুক্রবার সর্বসম্মতিক্রমে ইয়েমেনের সহিংসতার ব্যাপারে নিরপেক্ষ থাকার খসড়া প্রস্তাব গ্রহণ করা হয়। এরপরই শনিবার পাকিস্তানের অবস্থানের কারণে ক্ষোভ প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডাঃ আনোয়ার মোহাম্মদ বলেন, পাকিস্তান ও তুরস্কের অস্পষ্ট ও বিতর্কিত অবস্থানই প্রমাণ করে লিবিয়া থেকে ইয়েমেন পর্যন্ত আরব দেশগুলোর নিরাপত্তা আরবদেরই দেখতে হবে। এজন্য পাকিস্তানকে ‘চরম মূল্য’ দিতে হবে। উপসাগরীয় ছয়টি দেশের সঙ্গে পাকিস্তানের কৌশলগত সম্পর্ক পরিষ্কার করতে হবে। মনে হচ্ছে, উপসাগরীয় দেশগুলো থেকে তেহরানই ইসলামাবাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনে সৌদি আরব নেতৃত্বাধীন আরব দেশগুলো হামলা চালাচ্ছে। অভিযানে অংশ নেয়ার জন্য সৌদি বারবার পাকিস্তানকে চাপ দিচ্ছিল। এর প্রেক্ষিতে গত সোমবার পাক পার্লামেন্টে যৌথ অধিবেশন বসে। পাঁচ দিনের অধিবেশনে দীর্ঘ যুক্তি-তর্ক শেষে শুক্রবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসে। -ওয়েবসাইট
×