ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ ঢাকায় টাইগারদের গণসংবর্ধনা

প্রকাশিত: ০৬:০১, ১১ এপ্রিল ২০১৫

আজ ঢাকায় টাইগারদের গণসংবর্ধনা

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাশরাফি বিন মর্তুজা শিবিরের অনেকেই নিজ এলাকায় এককভাবে সংবর্ধিত হয়েছেন। তবে পুরো দলকে সংবর্ধিত করা হয়নি। আজ টাইগারদের গণসংবর্ধনা দেয়া হবে। ঢাকার মানিক মিয়া এ্যাভিনিউতে এ সংবর্ধনা দেয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ সংবর্ধনা দেবে। তবে সংবর্ধনা অনুষ্ঠানে থাকছেন না ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলতে কলকাতায় থাকা বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার বন্দরনগরী চট্টগ্রামে প্রথম সংবর্ধনা দেয়ার কথা থাকলেও সেটা হয়নি। বিসিবির সহসভাপতি ও সংবর্ধনার আয়োজক সংস্থা বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির উদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার কারণে এ সংবর্ধনা আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণেই সেটা হয়নি। কারণ এটা নির্বাচনী প্রচারে একটি অংশ হিসেবে কাজ করবে। চট্টগ্রামের নগরপিতা হওয়ার জন্য মেয়র পদপ্রার্থী হয়েছেন সিজেকেএসের (চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা) সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। সিজেকেএসের আয়োজিত অনুষ্ঠান হলেও নাছির উদ্দিনের নির্বাচনী প্রচারে প্রভাবক হিসেবে এ সংবর্ধনা প্রভাব ফেলতে পারে। ক্রিকেট দল আপামর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কিন্তু নাছির উদ্দিন মেয়র প্রার্থী হওয়াতে সেখানে সর্বসাধারণের অংশগ্রহণটা নিশ্চিত নাও হতে পারে। সে কারণেই আপাতত বন্দরনগরীতে ক্রিকেট বীরদের সংবর্ধনা স্থগিত করা হয়েছে। তবে পরবর্তীতে এটা অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রথম সংবর্ধনা না হলেও আজ ঢাকায় শনিবারের সংবর্ধনা দেয়া হবে মাশরাফিদের। আয়োজক প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোঃ আলমগীর বলেন, ‘মাশরাফিদের সংবর্ধনা দিতে পুরো প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। সাকিব ছাড়া বিশ্বকাপ স্কোয়াডের সব সদস্যই থাকবেন। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনও আসবেন দলের সঙ্গে।’ দেশের খ্যাতিমান নির্মাণ প্রতিষ্ঠান ‘ম্যাক্স’ গ্রুপ পুরো অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করবে। বর্ণাঢ্য অনুষ্ঠানে গণ্যমান্য অনেক ব্যক্তি উপস্থিত থাকবেন। দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানে মঞ্চে পরিবেশিত হবে নানাবিধ অনুষ্ঠান। ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবে মাইলস, ওয়ারফেজ, অর্থহীন, ক্রিপটিক ফেট ও নেমেসিস। রাত সাড়ে ৮টার মধ্যেই অনুষ্ঠান শেষ হয়ে যাবে।
×