ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাক সফরে যাবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল!

প্রকাশিত: ০৬:০১, ১১ এপ্রিল ২০১৫

পাক সফরে যাবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল!

স্পোর্টস রিপোর্টার ॥ ছয় বছর পেরিয়ে গেছে। পাকিস্তানে কোন জাতীয় ক্রিকেট দল সফরে যায় না। হোমসিরিজগুলো আরব আমিরাতের মাটিতেই আয়োজন করে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে দু’বার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সফরে যাওয়ার জন্য চাপপ্রয়োগ করেছে তারা। তবে নিরাপত্তা হুমকির কারণে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার বিসিবি পরিকল্পনা করছে আগামী মাসে জাতীয় মহিলা ক্রিকেট দলকে পাকিস্তান সফরে পাঠানোর। এ কথা জানিয়েছেন বিসিবির মহিলা উইংয়ের চেয়ারম্যান এম এ আউয়াল বুলু। শুক্রবার ধানম-ি স্টেডিয়ামে মহিলা প্রিমিয়ার লীগ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সামনে সফরকারী শ্রীলঙ্কা জাতীয় দলের ওপর গুলি ও গ্রেনেড হামলা করেছিল জঙ্গীরা। হামলায় ৬ পুলিশ সদস্য ও একজন ভ্যানচালক মারা যান। শ্রীলঙ্কা দলের বেশ কয়েকজন আহত হন। এরপর থেকে আর পাকিস্তানে যায়নি কোন দলই। ২০১২ সালে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফরের কথা থাকলেও নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে শেষ মুহূর্তে সিরিজ বাতিল করে বিসিবি। তবে এবার মহিলা দলকে পাঠানোর উদ্যোগ নিয়েছে তারা। আপাতত আর নিরাপত্তাজনিত হুমকি দেখছে না বিসিবি এমনটাই দাবি করেছেন আউয়াল।
×