ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চার ম্যাচ নিষিদ্ধ ইব্রাহিমোভিচ

প্রকাশিত: ০৫:৫৯, ১১ এপ্রিল ২০১৫

চার ম্যাচ নিষিদ্ধ ইব্রাহিমোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ গত মাসে বোর্দিয়াক্সের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আর সেই ম্যাচেই মেজাজ হারিয়ে ফেলেছিলেন পিএসজির সুইডিশ স্ট্রাইকার জ¬াতান ইব্রাহিমোভিচ। ম্যাচ রেফারি লিওনেল জাফরিডোকে অপমান করেন তিনি। সেইসঙ্গে ফ্রান্সকেও অকথ্য ভাষায় গালি দিয়েছিলেন পিএসরিজর এই সুইডিশ স্ট্রাইকার। অবশেষে তার শাস্তিটাও পেয়ে গেলেন দুর্দান্ত ফর্মে থাকা ইব্রাহিমোভিচ। চার ম্যাচ নিষিদ্ধ হলেন ৩৩ বছর বয়সী এই তারকা ফুটবলার। এর ফলে পিএসজির জার্সিতে নাইস, লিলি, মেটজ এবং নান্টেসের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনি। উল্লেখ্য, সেই ম্যাচে জ¬াতান ইব্রাহিমোভিচ রেফারির প্রতি ক্ষুব্ধ হওয়ার পাশাপাশি ফ্রান্সের উপরও ক্ষোভ প্রকাশ করেন। গত মার্চের ১৫ তারিখে বোর্দিয়াক্সের বিপক্ষে ম্যাচে জ¬াতান ইব্রাহিমোভিচ রেগে গিয়ে বলেছিলেন, ‘ফ্রান্স একটি শিট কান্ট্রি।’ আর এমন ঘটনার পরই জ¬াতান ইব্রাহিমোভিচকে ক্ষমা চাওয়ার জন্য বলেছিলেন ফরাসী ক্রীড়ামন্ত্রী। আর তারই প্রেক্ষাপটে ক্ষমা চেয়েছিলেন তিনি। কিন্তু তাতেও কোন ধরনের ফল হয়নি। ফ্রেঞ্চ লীগের ডিসিপ্লিনারি কমিশন তার ওপর চার ম্যাচের নিষেধাজ্ঞা জারি করে। তবে লীগ কমিটির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন পিএসজির স্পোটিং ডিরেক্টর ওলিভিয়ের লেট্যাং। এর পেছনের যুক্তি হিসেবে তিনি জানান, সেই ম্যাচে জ¬াতান ইব্রাহিমোভিচ সুস্পষ্টভাবে কোন কিছুই বলেননি। ফ্রেঞ্চ লীগের চার ম্যাচ ছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও খেলতে পারবেন না তিনি। যেখানে পিএসজির প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা। চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের আগের ম্যাচে খেলার সময় কার্ড দেখেছিলেন জ¬াতান ইব্রাহিমোভিচ। যে কারণে এক ম্যাচের নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পিএসজির হয়ে বর্তমান সময়টা দারুণ কাটছিল সুইডিশ তারকার। গত সপ্তাহেই দুর্দান্ত এক হ্যাটট্রিক উপহার দেন জ¬াতান ইব্রাহিমোভিচ। শেষ তিন ম্যাচেই দুই হ্যাটট্রিক করেন তিনি। শুধু তাই নয় বুধবারই দ্রুততম ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। বর্তমানে পিএসজির জার্সিতে তার গোলসংখ্যা ১০২। ২০১২ সালে ইতালিয়ান সিরি এ লীগের সেরা ক্লাব মিলান ছেড়ে পিএসজিতে যোগ দেন জ¬াতান ইব্রাহিমোভিচ। এরপর থেকেই অপ্রতিরোধ্য তারা। জ¬াতান ইব্রাহিমোভিচ এর আগে বিশ্বফুটবলের সেরা সেরা ক্লাবের জার্সিতে খেলেছেন। যেখানে রয়েছে আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান এবং বার্সিলোনার মতো নাম। শুধু ক্লাবের জার্সিতে নয় সুইডেনের জাতীয় দলেরও যে মূল ভরসার নাম এই ইব্রাহিমোভিচ; তা আর নতুন করে বলার কিছু নেই।
×