ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কবর পাহারায় ড্রোন!

প্রকাশিত: ০৫:২৫, ১১ এপ্রিল ২০১৫

কবর পাহারায় ড্রোন!

জর্দানের এক প্রাচীন গোরস্তানে লুটপাটের ওপর নজরদারি করতে ড্রোন ব্যবহার করছেন ইউনিভার্সিটি অফ কানেকটিকাটের প্রতœতত্ত্ববিদ এবং ড্রোন চালক শাড হিল। ‘ল্যান্ডস্কেপস অফ দ্য ডেড রিসার্চ প্রজেক্ট’ এর একটি অংশ ওই প্রকল্পটি। ডেড সি সমুদ্রতীরবর্তী ফিফা অঞ্চলে মৃতদেহকে দাফন করা সিরামিকের ডিঙ্গি, কারেনেলিয়ান জপমালা, শামুকের খোলের তৈরি ব্রেসলেট ইত্যাদি মূল্যবান সামগ্রী পরিয়ে। এসব মূল্যবার সামগ্রী চুরি করার উদ্দেশ্যে বহু বছর ধরেই এই প্রাচীন কবরস্থানগুলোতে চলে আসছে লুটপাট।- ওয়েবসাইট
×