ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রবিবার হিলারির প্রেসিডেন্ট প্রার্থিতা ঘোষণা !

প্রকাশিত: ০৫:২৪, ১১ এপ্রিল ২০১৫

রবিবার হিলারির প্রেসিডেন্ট  প্রার্থিতা ঘোষণা !

হিলারি ক্লিনটন চলতি সপ্তাহান্তেই ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন লাভের জন্য প্রচারাভিযান চালানোর কথা ঘোষণা করবেন বলে আশা করা যাচ্ছে। এ ব্যাপারে তিনি তেমন কোন প্রতিযোগিতার সম্মুখীন না হলেও সামনের দীর্ঘ লড়াইয়ের জন্য তাঁর দলকে গুছিয়ে নেয়ার আবশ্যকতা রয়েছে। হিলারির ঘনিষ্ঠ মহলের কয়েকটি সূত্র জানিয়েছে, তারা একটি আসন্ন ঘোষণা আসার প্রত্যাশা করলেও নিউইয়র্ক ডেইলি নিউজের এই রিপোর্টকে নিশ্চিত করে সমর্থন করেননি যে, রবিবারে এই ঘোষণা আসতে পারে। খবর ইয়াহু নিউজের। একটি প্রচারাভিযানের সফরে বের হওয়ার পর একটি সোশ্যাল মিডিয়ার ঘোষণার মাধ্যমে হিলারি তাঁর অভিপ্রায় জানাতে পারেন। তরুণ ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করতেই ডিজিটাল যোগাযোগের এই প্রয়াস। আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার জন্য হিলারি তাদের সমর্থন কামনা করছেন। ২০০৮-এর প্রেসিডেন্ট পদপ্রার্থিতার প্রতিযোগিতায় হিলারি বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পরাজিত হন। অংশত এর কারণ তাঁর (ওবামা) প্রার্থিতার প্রতি মনোযোগ আকর্ষণে সোশ্যাল মিডিয়াকে প্রচারাভিযানে চাতুরির সঙ্গে কাজে লাগানো এবং ক্ষুদ্র ক্ষুদ্র চাঁদার বিশাল তহবিল গড়ে তোলা।
×