ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৫১, ১০ এপ্রিল ২০১৫

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ৪২. খাদ্য নিরাপত্তা কতগুলো বিষয়ের উপর নির্ভরশীল? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ৪৩. কস্টিক সোডা- র. তীব্র পরিষ্কারক রর. টাইলসের ক্ষতি করে না ররর. টয়লেটের গন্ধ দূর করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৪. হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? ক) দুই খ) তিন গ) এক ঘ) চার ৪৫. জন, ইধ দীপশিখায় কোন বর্ণ দেখায়? ক) বেগুনি, ক্রিমসন খ) লালচে বেগুনি, হলুদাভ সবুজ গ) ইটের ন্যায় লাল, নীল ঘ) সোনালী হলুদ, হলুদাভ সবুজ ৪৬. বিক্রিয়ার হারের পূর্বে ঋণাত্মক চিহ্ন কী কী নির্দেশ করে? ক) বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস খ) উৎপাদকের ঘনমাত্রার হ্রাস গ) বিক্রিয়কের ঘনমাত্রার বৃদ্ধি ঘ) বিক্রিয়কের ঘনমাত্রার স্থির মান ৪৭. ব্যুরেটের গায়ে কোন স্কেলের দাগ কাটা থাকে? ক) সখ খ) খ গ) পস৩ ঘ) ফস৩ ৪৮. একটি হাইড্রোজেন আয়নের ভর কোনটির ভরের সমান? ক) ইলেকট্রন খ) প্রোটন গ) নিউট্রন ঘ) পজিট্রন উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: রফিকের আব্বা তাদের গাছের আম সংরক্ষণের জন্য পাস্টিকের ড্রাম ব্যবহার করেন। কিছুদিন পর ড্রামের ডাকনা খুলে দেখেন, দ্রবণের উপরে কিসের যেন আস্তরণ পড়েছে এবং সংরক্ষিত আম কিছুটা নরম হয়ে গেছে। ৪৯. রসায়নে সক্রিয় ভর কথাটি অনেক গুরুত্বপূর্ণ। এ সক্রিয় ভর দ্বারা বোঝানো হয়- র. বিক্রিয়কের মোলার ঘনমাত্রা রর. বিক্রিয়কের মোলার আয়তন ররর. বিক্রিয়কের আংশিক চাপ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৫০. কোনটি সংরক্ষণে ক্লোসট্রিডিয়া ব্যবহৃত হয়? ক) শুকনো ফল খ) মদ গ) মাংস ঘ) পনির সঠিক উত্তর: ১. (খ) ২. (গ) ৩. (গ) ৪. (ক) ৫. (গ) ৬. (খ) ৭. (গ) ৮. (ঘ) ৯. (গ) ১০. (খ) ১১. (ঘ) ১২. (খ) ১৩. (ক) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (ক) ১৭. (গ) ১৮. (ঘ) ১৯. (গ) ২০. (ক) ২১. (ঘ) ২২. (খ) ২৩. (খ) ২৪. (ঘ) ২৫. (গ) ২৬. (খ) ২৭. (ক) ২৮. (ঘ) ২৯. (খ) ৩০. (গ) ৩১. (ক) ৩২. (গ) ৩৩. ৩৪. (ক) ৩৫. (খ) ৩৬. (ঘ) ৩৭. (ঘ) ৩৮. (ক) ৩৯. (খ) ৪০. (খ) ৪১. (গ) ৪২. (খ) ৪৩. (ঘ) ৪৪. (গ) ৪৫. (খ) ৪৬. (ক) ৪৭. (ক) ৪৮. (খ) ৪৯. (খ) ৫০. (গ)
×