ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জার্মানির শীর্ষস্থান অক্ষুণ্ন

বাংলাদেশের পাঁচ ধাপ অবনমন

প্রকাশিত: ০৫:৫০, ১০ এপ্রিল ২০১৫

বাংলাদেশের পাঁচ ধাপ অবনমন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রকাশিত হয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ সংস্করণ। গত মার্চের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল পাঁচ ধাপ নেমে ঠাঁই পেয়েছিল ১৬২ তে। এবার এপ্রিলে অবস্থা আরও খারাপ হয়েছে ‘বেঙ্গল টাইগার্স’দের। এ মাসে আবারও পাঁচ ধাপ নেমে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৬৭! এশিয়াতে তাদের অবস্থান ৩৫ এবং সাফ অঞ্চলে তৃতীয়। সাফ অঞ্চলে সবার শীর্ষে আছে মালদ্বীপ। ৮ ধাপ নেমে তাদের অবস্থান ১৪১, তারপরেই ভারত ২৬ ধাপ এগিয়ে ১৪৭, ভুটান ৪৬ ধাপ এগিয়ে ১৬৩, পাকিস্তান দুই ধাপ নেমে ১৭২, নেপাল একধাপ নেমে ১৮১ আর শ্রীলঙ্কা ১২ ধাপ নেমে আছে ১৮৬ নম্বরে। এশিয়া অঞ্চলে সবার শীর্ষে আছে ইরান (৪০), দ্বিতীয় থেকে দশম অবস্থানে আছে যথাক্রমে জাপান (৫০) ও দক্ষিণ কোরিয়া (৫৭), অস্ট্রেলিয়া (৬৩), আরব আমিরাত (৬৮), উজবেস্তিান (৭৩), চীন (৮২), ইরাক (৮৬), সৌদি আরব (৯৫) ও ওমান (৯৭)। র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি অক্ষুণœ রেখেছে ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি (১)। তাদের মতোই অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা (২)। এছাড়া তৃতীয় থেকে দশম স্থানে আছে যথাক্রমে বেলজিয়াম (৩), কলম্বিয়া (৪), ব্রাজিল (৫), হল্যান্ড (৬), পর্তুগাল (৭), উরুগুয়ে (৮), সুইজারল্যান্ড (৯) ও স্পেন (১০)। র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের। ৪৬ ধাপ এগিয়ে তারা এখন সর্বশেষ অবস্থান ২০৯ থেকে উঠে এসেছে ১৬৩ নম্বরে। গত ১২ মার্চ ফিফা বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বে তারা ১-০ গোলে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারানোর কারণেই এত দ্রুত উত্থান হয়েছে তাদের। আর সবচেয়ে বেশি অবনতি হয়েছে ওশানিয়া অঞ্চলের দেশ নিউ ক্যালেডোনিয়ার। ২৩ ধাপ পিছিয়ে তাদের র‌্যাঙ্কিং এখন ১৭৪।
×