ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে বেয়ার্ন

জার্মান কাপ ফুটবল

প্রকাশিত: ০৫:৫০, ১০ এপ্রিল ২০১৫

জার্মান কাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ের নৈপুণ্যে জার্মান কাপের (ডিএফবি পোকাল) সেমিফাইনালে উঠেছে বেয়ার্ন মিউনিখ। বুধবার রাতে আসরের কোয়ার্টার ফাইনালে বাভারিয়ানরা পেনাল্টি শূটআউটে ৫-৩ গোলে হারায় বেয়ার লেভারকুসেনকে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য অমীমাংসিত ছিল। টাইব্রেকারে লেভারকুসেনের প্রথম শটটি রুখে দেন নিউয়ের। আগামী ২৮ এপ্রিল সেমিফাইনালে বেয়ার্নের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ মে বার্লিনে। লেভারকুসেনের বে এ্যারানায় ম্যাচের শুরু থেকেই গোল মিসের মহড়ায় ব্যস্ত থাকে বেয়ার্ন। অবশ্য প্রথমার্ধ গোলের কয়েকটি ভাল সুযোগ সৃষ্টি করে স্বাগতিক লেভারকুসেনও। দ্বিতীয়ার্ধেও গোলশূন্য থাকলে খেলা গড়া অতিরিক্ত সময়ে। এ সময়েও কোন গোল না হলে ম্যাচ গড়ায় ভাগ্যনির্ধারণী টাইব্রেকার। পেনাল্টি শটে প্রথমে গোল করে অতিথি বেয়ার্নকে এগিয়ে নেন টমাস মুলার। তবে লেভারকুসানের হয়ে প্রথম শট নেয়া জোসিপ ড্রামিকের শটটি দারুণ দক্ষতায় রুখে দেন ব্রাজিল বিশ্বকাপের সেরা গোলরক্ষক নিউয়ের। এই মিসের কারণেই মূলত হার মানতে হয় স্বাগতিকদের। কারণ বেয়ার্নের পরবর্তী চার শটেই গোল করেন যথাক্রমে রবার্ট লেভানডোস্কি, জাভি এ্যালানসো, মারিও গোয়েটজে ও থিয়াগো আলকান্ট্রা। লেভারকুসান ফুটবলাররা তিন গোল করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয়। ম্যাচ শেষে বেয়ার্ন কোচ পেপ গার্ডিওলা বলেন, ভাগ্য আমাদের সঙ্গে ছিল। নির্ধারিত সময়েই জয় পাওয়া উচিত ছিল আমাদের। সেটা না হলেও জিততে পেরে আমরা খুশি।
×