ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাভাবিক হয়নি বিদ্যুত সরবরাহ

রাজশাহীতে শতাধিক গ্রাম এখনও অন্ধকারে

প্রকাশিত: ০৫:৪৩, ১০ এপ্রিল ২০১৫

রাজশাহীতে শতাধিক গ্রাম এখনও অন্ধকারে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর তা-বে জেলায় এখনও স্বাভাবিক হয়নি বিদ্যুত পরিস্থিতি। ছয়দিন পরও জেলার অনেক গ্রাম রয়েছে অন্ধকারে। বিদ্যুত না থাকায় এইচএসসি পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে। পাঁচদিন পর বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিদ্যুত পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে কিছু এলাকা। আর রাজশাহী নগরীতে লোড শেডিংয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার এলাকার গ্রামে গত ছয়দিনেও বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি। বিভিন্ন উপজেলার এখনও শতাধিক গ্রাম বিদ্যুতহীন রয়েছে। বিদ্যুত না থাকায় গোদাগাড়ী হাসপাতালে গত রবি ও বুধবার বিভিন্ন অস্ত্রোপচার বন্ধ রাখতে হয়েছে। পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। গোদাগাড়ী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসেন আলী বলেনÑ জেনারেটর নাই, বিদ্যুতও নেই। আমাদের কিছু করার নেই। এ ব্যাপারে বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) সহকারী প্রকৌশলী আইনুল হক জানান, প্রথম দফায় শনিবারের ঝড়ে যে খুঁটিগুলো কাত হয়ে গিয়েছিল সেগুলো পোঁতা হয়েছিল। কিন্তু নরম মাটির কারণে আবার কাত হয়ে গেছে। এজন্য সময় মতো বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।
×