ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে চূড়ান্ত চুক্তিতে সই করবে ইরান

প্রকাশিত: ০৫:৩৫, ১০ এপ্রিল ২০১৫

নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে চূড়ান্ত চুক্তিতে সই করবে ইরান

পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেই কেবল ছয় বিশ্বশক্তির সঙ্গে চূড়ান্ত চুক্তি করতে সম্মত হবে ইরান। বৃহস্পতিবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি এ কথা বলেছেন। খবর ওয়েবসাইটের। রুহানি বলেছেন, ওই একই দিনে সব নিষেধাজ্ঞা উঠিয়ে না নিলে আমরা কোন চুক্তিতে সই করবো না। পরমাণু আলোচনায় অংশগ্রহণকারী সব পক্ষ সন্তুষ্টবোধ করবেÑএমন একটি চুক্তি চাই আমরা। গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের লুসানে পরমাণু প্রকল্প সীমিত করতে ছয় বিশ্বশক্তি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানির সঙ্গে ইরানের একটি খসড়া চুক্তি হয়েছে। এই চুক্তির আলোকে ইরানের পরমাণু প্রকল্প সীমিত করার বিপরীতে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে। ইরান চায় সব নিষেধাজ্ঞা একবারে উঠিয়ে নেয়া হোক, অপরদিকে সোমবার যুক্তরাষ্ট্র পরিষ্কার করে জানিয়েছে, চূড়ান্ত পরমাণু চুক্তির পর ধাপে ধাপে সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
×