ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কঙ্গো শান্তিরক্ষা মিশনে পুলিশের ১২৫ নারী সদস্য

প্রকাশিত: ০৫:৩৪, ১০ এপ্রিল ২০১৫

কঙ্গো শান্তিরক্ষা মিশনে পুলিশের  ১২৫ নারী সদস্য

স্টাফ রিপোর্টার ॥ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যোগ দিতে পুলিশের এক শ’ ২৫ নারী সদস্য ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে জাতিসংঘের একটি ভাড়া করা বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। পুলিশ সদর দফতর সূত্র জানায়, বাংলাদেশ পুলিশের এক শ’ ২৫ নারী সদস্যের একটি এফপিইউ (ঋড়ৎসবফ চড়ষরপব টহরঃ) জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কঙ্গো মিশনে যোগ দিতে বৃহস্পতিবার রাতে ঢাকা ত্যাগ করেন। এ সময় বাংলাদেশ পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ জাতিসংঘ মিশনে গমনকারী দলটিকে বিমানবন্দরে বিদায় জানান। দলটির কমান্ডারের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আতিয়া হোসনা। বাংলাদেশ পুলিশের অপর একটি নারী এফপিইউ হাইতিতে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে।
×