ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিজ জেলা কিশোরগঞ্জে রাষ্ট্রপতি ॥ পরিদর্শন করলেন বেড়িবাঁধ

প্রকাশিত: ০৫:৩৩, ১০ এপ্রিল ২০১৫

নিজ জেলা কিশোরগঞ্জে রাষ্ট্রপতি ॥ পরিদর্শন  করলেন বেড়িবাঁধ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৯ এপ্রিল ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৪ দিনের সরকারী সফরে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে জেলার হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় হেলিপ্যাডে এসে পৌঁছেন। পরে সেখান থেকে তিনি স্থানীয় বেড়িবাঁধ পরিদর্শনে যান। এ বেড়িবাঁধের ওপর দিয়ে ইটনার জনগণ সড়কপথে জেলা শহরসহ ঢাকার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এ সময় রাষ্ট্রপতি হাওর অঞ্চলের ধান কৃষকদের ঘরে তুলতে যেসব সুবিধার প্রয়োজন তার ব্যবস্থা গ্রহণে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরে রাষ্ট্রপতি উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে তাঁর জন্মভূমি জেলার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে যান এবং সেখানেই তার নিজ বাসভবনে রাতযাপন করার কথা। শুক্রবার তিনি মিঠামইন উপজেলায় অবস্থান করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। ১১ এপ্রিল বিকেলে মিঠামইন হতে হেলিকপ্টারযোগে তিনি কিশোরগঞ্জ আসবেন। ওইদিন রাতে তিনি শহরের খরমপট্টির নিজ বাসভবনে রাতযাপন করবেন। ১২ এপ্রিল দুপুরে তিনি সার্কিট হাউসে জেলায় বিভিন্ন দফতরে কর্মরত উর্ধতন সরকারী কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। ওইদিন বিকেলে মতবিনিময় শেষে তিনি হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন।
×