ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে শুরু আন্তর্জাতিক পর্যটন মেলা

প্রকাশিত: ০৫:৩৩, ১০ এপ্রিল ২০১৫

রাজধানীতে শুরু আন্তর্জাতিক পর্যটন মেলা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। ‘মনিটর ঢাকা ট্রাভেল মার্ট-২০১৫’ মেলার প্রবেশ টিকেটের মূল্য রাখা হয়েছে জনপ্রতি মাত্র ২৫ টাকা। তবে, প্রবেশ কুপনের ওপর প্রতিদিন সন্ধ্যায় র‌্যাফল ড্র অনুষ্ঠিত হবে আর মেলার শেষদিন সন্ধ্যা সাড়ে ৭টায় হবে ‘গ্র্যান্ড র‌্যাফেল ড্র’। এতে বিজয়ীরা পাবেন দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকেট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে রাত্রিযাপন, লান্স ও ডিনার কুপনসহ নানা পুরস্কার। বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলের বলরুমে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, বিমানের সিইও কাইল হেউড ও বাংলাদেশ মনিটরের প্রধান সম্পাদক রাকিব সিদ্দিকী প্রমুখ। ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর দ্বাদশবারের মতো এ মেলার আয়োজন করছে। এ আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আয়োজক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫০টির অধিক সংস্থা মেলায় অংশ নিয়েছে। যার মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, পর্যটন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলা চলাকালীন দর্শনার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে বিমান টিকেট ও আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা দিচ্ছে।
×