ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্বিতীয় ক্যামেলকো সম্মেলন শুরু ২ মে

প্রকাশিত: ০৪:৪৪, ১০ এপ্রিল ২০১৫

দ্বিতীয় ক্যামেলকো  সম্মেলন শুরু  ২ মে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মানি লন্ডারিং প্রতিরোধে শেয়ারবাজারে বিনিয়োগকারী ব্রোকারেজ হাউজ ও বিনিয়োগকারী মার্চেন্ট ব্যাংকের প্রধানদের নিয়ে দ্বিতীয় ক্যামেলকো সম্মেলন শুরু হবে আগামী ২ মে। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ৩ মে পর্যন্ত। কক্সবাজারে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর এস কে সুর চৌধুরী। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান জানান, সম্মেলনে অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকা-ে অর্থায়ন রোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। জানা গেছে, সম্মেলনে ব্রোকার হাউজ, বিনিয়োগকারী মার্চেন্ট ব্যাংকের শীর্ষ গ্রহীতাদের অর্থ পাচার সংক্রান্ত বিষয়ে জানতে চায়া হবে। পাশাপাশি ব্যাংকগুলোকে এ বিষয়ে প্রতিবেদন পাঠাতেও নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে চলতি বছরের ২৬ থেকে ২৮ মার্চ মানি লন্ডারিং প্রতিরোধে দেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ক্যামেলকো সম্মেলন হয়েছে কক্সবাজারেই।
×