ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জ পৌর-ভূমি সহকারি কর্মকর্তাকে সাসপেন্ডের নির্দেশ

প্রকাশিত: ০৮:২৬, ৯ এপ্রিল ২০১৫

 মুন্সীগঞ্জ  পৌর-ভূমি সহকারি কর্মকর্তাকে  সাসপেন্ডের নির্দেশ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বুধবার মুন্সীগঞ্জ সদর পৌর ভূমি অফিস পরিদর্শন করেন। বিকাল সাড়ে ৩ টায় ভূমি প্রতিমন্ত্রী ভূমি অফিস পরিদর্শনকালে সেখানে কোন কর্মচারিকে উপস্থিত পাননি। এসময় প্রতিমন্ত্রীর সাথে থাকা মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন। ভূমি প্রতিমন্ত্রীর পৌর ভূমি অফিসে আসার খবর পেয়ে এসি (ল্যান্ড) আফরোজা আক্তার রিবা ও পরে সদর ইউএনও শারাবান তাহুরা ছুটে আসেন। আধা ঘন্টা ধরে ভূমি প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অপেক্ষার পর সহকারী ভূমি কর্মকর্তা কুতুব উদ্দিন, উপ-ভূমি সহকারী কর্মকর্তা দেলওয়ার হোসেন ও অফিস সহায়ক আ. কাদির ছুটে আসেন। প্রতিমন্ত্রী তাদের অফিসে দীর্ঘ সময় অনুপস্থিত ও অফিস শূন্য রেখে যাওয়ার কারণ জানতে চাইলে সংশ্লিষ্টরা কোন সদুত্তর দিতে পারেননি। মন্ত্রী মুভমেন্ট রেজিস্ট্রার দেখতে চাইলে সেখানে দীর্ঘদিন কোন ফাইলের গতিবিধি উল্লেখ নেই দেখতে পান। সঠিক সময়ে নামজারি আবেদন সংশ্লিষ্ট ভূমি সার্কেল অফিসে প্রেরণ না করা, জনদুর্ভোগ সৃষ্টি ও অনিয়মের কারণে তাৎক্ষণিকভাবে মুন্সীগঞ্জ সদর পৌর ভূমি সহকারী কর্মকর্তা কুতুব উদ্দিনকে সাময়িক বরখাস্ত ও উপ-ভূমি সহকারী কর্মকর্তা দেলওয়ার হোসেন ও অফিস সহায়ক আ. কাদিরকে শোকজ করার জন্য ভূমি প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ দেন।
×