ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ০৫:৪৫, ৯ এপ্রিল ২০১৫

৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ নতুন নিয়মে অনুষ্ঠিত ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ৩৯১ জন। বুধবার বিকেলে সরকারী কমিশনের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। গত ৬ মার্চ এ পরীক্ষা হয়েছিল। ফল ওয়েবসাইট (নঢ়ংপ.মড়া.নফ) ছাড়াও টেলিটক মোবাইল থেকে ফল পেতে চঝঈ লিখে স্পেস দিয়ে ৩৫ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হচ্ছে। গত ৬ মার্চ নতুন নীতিমালার আলোকে অনুষ্ঠিত হয় ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষায় অংশ নিয়েছিল রেকর্ডসংখক দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী। বিসিএসের নতুন নীতিমালা অনুসারে এবারই প্রথম ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। এর আগে একশ’ নম্বরের জন্য এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হতো। এর আগে ৩৪তম বিসিএসে দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন আবেদন করেছিলেন। সেই হিসেবে আগের বিসিএস থেকে ৩৫তম বিসিএসে ২২ হাজার ৫৩২ জন বেশি প্রার্থী আবেদন করে। ঢাকা কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ৫৫ হাজার ২৪৪ জন, রাজশাহী কেন্দ্রে ২১ হাজার ৮৭৩ জন এবং চট্টগ্রামে ২০ হাজার ৪৬৯ জন, খুলনা কেন্দ্রে ১৪ হাজার ৭৮ জন, বরিশালে পাঁচ হাজার ৭২৯ জন, সিলেটে নয় হাজার ৮৫৮ জন এবং রংপুর কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছে ১৬ হাজার ৮৫৬ জন। এক হাজার ৮০৩টি শূন্য পদে কর্মকর্তা নিয়োগের জন্য গত বছরের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৮০৩ পদের মধ্যে প্রশাসনে ৩০০ জন, পুলিশে ৫০ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৪৫৫ জন, শিক্ষা ক্যাডারে ৮২৯ জন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারী শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩৫ জন এবং প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৪৮৪ জনকে নিয়োগ দেয়া হবে। পরীক্ষা কেন্দ্রে এবার প্রথমবারের মতো সব ধরনের ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। আগে বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ পেতেন প্রার্থীরা। এছাড়া মোবাইল ফোন, যে কোন ধরনের ইলেক্ট্রনিক যোগাযোগ যন্ত্র, বইপুস্তক ও ব্যাগসহ হলে প্রবেশেও নিষেধাজ্ঞা ছিল। আগেই জানিয়ে দেয়া হয়, বিসিএস পরীক্ষা বিধিমালার বিধি ভঙ্গ করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কমিশনের সকল নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।
×