ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বজ্রপাত বেশি হয় কোথায়

প্রকাশিত: ০৪:৩৪, ৯ এপ্রিল ২০১৫

বজ্রপাত বেশি হয় কোথায়

১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত নাসার ট্রপিক্যাল রেইনফল মেজারিং মিশন ও অরবভিউ ওয়ান/মাইক্রোল্যাব স্যাটেলাইট বিভিন্ন জায়গার বজ্রপাতের তথ্য সংগ্রহ করে বলেছে, বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে সবচেয়ে বেশি বজ্রপাত হয়। সবচেয়ে বেশি বজ্রপাত হয় ভেনিজুয়েলার লেক মারাকেবিওতে। সেখানে বছরে ৩০০ দিন প্রতি এক কিলোমিটারে ২৫০ বার বজ্রপাত হয়ে থাকে। বিশাল এলাকায় ঝড়ের সৃষ্টি হলে ফাঁকা জায়গা বা উঁচু পার্বত্য জায়গায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সমুদ্র থেকে স্থলভাগেই বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি। -জিনিউজ
×