ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মস্কো সফরে সিপরাস

গ্রীসকে নগদ অর্থ দিচ্ছে রাশিয়া

প্রকাশিত: ০৪:৩৩, ৯ এপ্রিল ২০১৫

গ্রীসকে নগদ অর্থ দিচ্ছে রাশিয়া

রাশিয়া গ্রীসের ‘সম্পদের’ শেয়ারের বিনিময়ে ঋণগ্রস্ত গ্রীসকে নগদ অর্থ ও কম দামে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে পারে। গ্রীসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপরাস মঙ্গলবার মস্কোয় পৌঁছান এবং তিনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন মস্কোয় প্রকাশিত সংবাদে একথা বলা হয়। খবর টেলিগ্রাফের। মস্কোর সঙ্গে এথেন্সের যোগাযোগ স্থাপন গ্রীসের বামপন্থী সরকারের দেউলিয়াত্ব এড়ানোর চেষ্টায় অর্থের বিকল্প উৎসের খোঁজে পূর্ব ইউরোপের দিকে দৃষ্টি দিচ্ছে বলে আশঙ্কা দেখা দিয়েছে। তার এ সফরের আগে সিপরাস মস্কোর ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে এক ‘নিষ্ফল প্রয়াস’ বলে নিন্দা জানান। ক্রেমলিনের সঙ্গে মস্কোর মেলামেশা ইউক্রেনে রুশ সামরিব হস্তক্ষেপের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঐক্যফ্রন্ট গড়ে তোলার চেষ্টা বানচাল করে দিতে পারে বলেও সমালোচিত হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন হুলজ শনিবার বলেন, ক্রেমলিনের সহায়তার বিনিময়ে যদি সিপরাস রাশিয়া প্রশ্নে ইউরোপের অভিন্ন নীতি গ্রহণে বাধার সৃষ্টি করেন, তা হলে সেটি গ্রহণযোগ্য হবে না। কিন্তু কমারসান্ত পত্রিকায় এক অপ্রকাশিত গ্রুপ সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গ্রীসকে ঋণ দেয়ার প্রক্রিয়া বিবেচনাধীন। ওই সূত্রে বলা হয়, আমরা গ্রীসকে কম দামে গ্যাস সরবরাহের বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত। গ্যাসের দাম তেলের মূল্যের সঙ্গে সম্পর্কযুক্ত এবং তেলের মূল্য সাম্প্রতিক মাসগুলোতে লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে। একই সূত্রে বলা হয়, আমরা গ্রীসকে নতুন ঋণ দেয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা করতে রাজি আছি কিন্তু এক্ষেত্রে আমরা এর বিনিময়ে পারস্পরিক উদ্যোগে উৎসাহী- বিশেষত রাশিয়া গ্রীসে সম্পদ লাভ করুক বলে আরা আগ্রহী। ওই সূত্রে সংশ্লিষ্ট সম্পদগুলো চিহ্নিত করা হয়নি। তবে গ্রীসের গ্যাস কোম্পানি ডিইপিএ এদের মধ্যে থাকতে পারে বলে রুশ প্রচার মাধ্যমে জানানো হয়। রাষ্ট্রায়ত্ত ট্রেন কোম্পানি ট্রেন ও এসই এবং এথেন্স ও ক্ষেসালোনিকি সমুদ্র বন্দরের শেয়ারও সম্ভাব্য লক্ষ্যস্থল। গ্রীস রাশিয়ার প্রাকৃতিক সম্পদের ওপর বিরাটভাবে নির্ভরশীল হওয়ায় মস্কো গ্রীসের সবেচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। গ্রীসের জ্বালানি মন্ত্রী দেশটির পূর্ব উপকূলের অদূরে মজুত প্রাকৃতিক গ্যাস ও তেল সম্পদ অনুসন্ধান করতে রুশ কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন।
×