ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমেরিকায় নজিরবিহীন ঘটনা

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার দায়ে শ্বেতাঙ্গ পুলিশ অভিযুক্ত

প্রকাশিত: ০৪:৩৩, ৯ এপ্রিল ২০১৫

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার  দায়ে শ্বেতাঙ্গ  পুলিশ অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের উপকূলীয় শহর নর্থ চার্লেস্টনে শনিবার ৫০ বছর বয়স্ক এক কৃষ্ণাঙ্গকে স্টেনগানের গুলিতে হত্যার জন্য এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পুলিশের এ গুলিবর্ষণের ঘটনার বিচারের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রে এক উল্লেখযোগ্য ঘটনা। এখানে নিরস্ত্র কোন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার অভিযোগে কোন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনা বিরল। এ হত্যার জন্য পুলিশের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে। খবর এএফপি, বিবিসি ও গার্ডিয়ান অনলাইনের। সাউথ ক্যারলিনার আন্তঃকর্মকর্তারা গুলিবর্ষণের দৃশ্য ভিডিওতে দেখার পর নর্থ চার্লেস্টনের পুলিশ কর্মকর্তা মাইকেল সø্যাগারকে (৩৩) মঙ্গলবার গ্রেফতার করেন। ভিডিওর ফুটেছে দেখা যায়, মাইকেল সø্যাগার ট্রাফিক আইন অমান্য করার জন্য ওয়াল্টার স্কটকে রাস্তা থেকে সরিয়ে এনে তার পিঠে আটটি গুলি করেন। গুলির সময় স্কটকে দৌড়ে পালানোর চেষ্টা করতে দেখা যায়। ঘটনাটি স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে ঘটে। সø্যাগার প্রাথমিকভাবে পুলিশকে বলেছে, তিনি স্কটকে গুলি করেছেন। কারণ, তার স্টেনগান নিয়ে দু’জনের মধ্যে যখন কাড়াকাড়ি চলছিল তখন তার জীবন বিপন্ন হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, স্কটকে গুলি করার পর পুলিশ কর্মকর্তা নিচে থেকে কিছু একটা তুলে নিলেন এবং স্কটের মৃতদেহের কাছে ফেলে দিলেন। স্কটের হাতে স্টেনগান ছিল- এমন কোন দৃশ্য দেখা যায় না। চার্লেস্টনের পোস্ট এ্যান্ড কুরিয়ার মঙ্গলবার অনলাইনে এ ফুটেজ পোস্ট করে। ভিডিওতে দেখা যায়, স্কট সø্যাগারের কাছ থেকে পালানোর সময় সø্যাগার তার আগ্নেয়াস্ত্রটি বের করে স্কটকে শক্ত করে গুলি চালাতে থাকেন।
×