ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধার ঘাম ঝরানো জয়

প্রকাশিত: ০৪:২৪, ৯ এপ্রিল ২০১৫

মুক্তিযোদ্ধার ঘাম ঝরানো জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে বুধবারের খেলায় ঘাম ঝরিয়ে জয় কুড়িয়ে নিয়েছে মৌসুম-সূচক ফেডারেশন কাপ ফুটবলের রানার্সআপধারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে তারা গত স্বাধীনতা কাপের রানার্সআপ ফেনী সকার ক্লাবকে হারিয়েছে ২-১ গোলে। প্রথমার্ধে খেলার মুক্তিযোদ্ধা এগিয়ে ছিল ২-০ গোলে। ম্যাচের তিন গোলের দুটিই হয় আত্মঘাতী! প্রিমিয়ার লীগে এ দুই দল সর্বশেষ মুখোমুখি হয় ২০১৩-১৪ মৌসুমে লীগে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫ ফেব্রুয়ারি প্রথম লেগে মুক্তিযোদ্ধার সঙ্গে ১-১ গোলে ড্র করে ফেনী সকার। দ্বিতীয় লেগে ১১ মে গোপালগঞ্জে অনুষ্ঠিত ম্যাচটিও একই ব্যবধানে ড্র হয়। ২২ জুলাই একই ভেন্যুতে তৃতীয় লেগের খেলায় অতিকষ্টে জেতে ‘অলরেড’ খ্যাত মুক্তিযোদ্ধা। স্কোরলাইন ছিল ১-০। মুক্তিযোদ্ধার কোচ আবু ইউসুফ এবারের লীগ শুরুর আগের দিন বলেছিলেন, তিনি খুব আশাবাদী দলকে নিয়ে। লীগে নাম্বার ওয়ান হতে চেষ্টা করবেন। যে সব ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করতে চেষ্টা করবেন। দলীয় অধিনায়ক এনামুল হক বলেছিলেন, ‘লীগের প্রথম ম্যাচটাই জয় দিয়ে শুরু করতে চাই। আমরা যখন প্রথম ক্যাম্প শুরু করি, তখন থেকেই দলের সবার মধ্যে একটা জেদ আছে ভাল করার। দলের সবার নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে নিজেদের ছাড়িয়ে যাওয়ার। যে কারণে ভাল করার একটা সুযোগ থাকে।’ কথা রেখেছেন এনামুল। বুধবারের ম্যাচে দলের হয়ে প্রথম গোলটিই তার। ম্যাচ শুরুর ১২ মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে বিপক্ষের বক্সের মধ্যে ঢুকে তীব্র শটে প্রতিপক্ষ গোলরক্ষক আহসান হাবীব বিপুকে পরাস্ত করেন মুক্তির অধিনায়ক এনামুল (১-০)। ৪৫ মিনিটে ফয়সাল মাহমুদের ক্রসে বল পেয়ে সেনেগাল ফরোয়ার্ড কামারা সার্বার শট ফেনী সকারের ডিফেন্ডার মনজুর রহমান মানিক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন (২-০)! ৪৯ মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড ল্যামিন জাত্তার শট বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই ঢুকিয়ে দেন মুক্তিযোদ্ধার মিডফিল্ডার মোহাম্মদ বিপ্লব (২-১)। রেফারি জসিম উদ্দিন খেলা শেষের বাঁশি বাজালে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিবাহিনী।
×