ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাস

প্রকাশিত: ০৪:২৩, ৯ এপ্রিল ২০১৫

কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাস

স্পোর্টস রিপোটার ॥ শেষ রক্ষা হলো না ফিওরেন্টিনার। সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে জুভেন্টাসকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে ফাইনালে খেলা স্বপ্ন বুনছিল দলটি। কিন্তু মঙ্গলবার রাতে সেমির দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠে জুভেন্টাসের কাছে ৩-০ গোলে হার মানে ফিওরেন্টিনা। ফলে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ফাইনালে নাম লিখিয়েছে জুভরা। দুই লেগ মিলিয়ে জুভেন্টাসের জয় ৪-২ গোলে। আগামী ৭ জুন শিরোপা নির্ধারণী ম্যাচে জুভেন্টাসের প্রতিপক্ষ নেপোলি কিংবা ল্যাজিও। ইনজুরির কারণে দলের সেরা তিন তারকা কার্লোস তেভেজ, আন্দ্রে পিরলো ও পল পোগবাকে ছাড়াই খেলতে নামে জুভেন্টাস। পাশাপাশি তারকা গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে রাখা হয় বিশ্রামে। কিন্তু মাঠের লড়াইয়ে এদের অভাব বিন্দুপরিমাণ বুঝতে দেননি ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। দাপুটে জয় নিয়ে শিরোপার কাছাকাছি পৌঁছে গেছে তারা। ফিওরেন্টিনার মাঠে ম্যাচের ২১ মিনিটে রবার্তো পেরেইরার শট মিডফিল্ডার বোরজা ভালেরো আটকে দিলেও ফিরতি শটে গোল করেন ইতালিয়ান স্ট্রাইকার আলেসান্ড্রো মাটরি। এরপর ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্টো পেরেইরা। আলভারো মোরাতার শট গোলরক্ষক নরবার্টো নেটো ফিরিয়ে দিলেও ফিরতি বলে গোল আদায় করেন আর্জেন্টাইন মিডফিল্ডার। বিরতির পরও আধিপত্য ধরে রেখে খেলতে থাকে অতিথি জুভেন্টাস। ম্যাচের ৫৯ মিনিটে ক্লডিও মার্সিসিওর কর্ণার কিক থেকে দারুণ ভলিতে জুভদের হয়ে তিন নম্বর গোল করেন ডিফেন্ডার লিওনার্ডো বোনুচ্চি। নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে আলেসান্ড্রো দিয়ামান্টিকে ট্যাকল করলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার মোরাতা। শেষদিকে দশজনের দলে পরিণত হলেও ফাইনালে উঠতে কোন সমস্যা হয়নি জুভেন্টাসের। এর আগে গত ৫ মার্চ শেষ চারের প্রথম লেগের ম্যাচে হারের স্বাদ পেয়েছিল জুভেন্টাস। ওই ম্যাচে ফিওরেন্টিনার কাছে ২-১ গোলে হার মেনেছিল ইতালিয়ান সিরি এ লীগের হ্যাটট্রিক শিরোপাধারীরা। চেলসি থেকে ধারে খেলতে আসা মোহাম্মদ সালাহর জোড়া গোলে দারুণ জয় পেয়েছিল ফিওরেন্টিনা। টুরিনোর জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে ফিওরেন্টিনা এগিয়ে যায়। মিডফিল্ডার জোয়াকুইনের সহযোগিতায় নিজের প্রথম গোল করেন সালাহ। ২৪ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্ডো লরেন্টের গোলে সমতা ফেরায় স্বাগতিক জুভেন্টাস। বিরতির পর ৫৬ মিনিটে আবারও গোল করে ফিওরেন্টিনাকে জয় এনে দেন মিশরীয় উইঙ্গার সালাহ। তবে পরশু রাতে দ্বিতীয় লেগের ম্যাচ জিতে দারুণভাবে ফাইনালে নোঙর ফেলেছে জুভেন্টাস।
×