ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইএবির ইনডোর গেম সমাপ্ত

প্রকাশিত: ০৪:২৩, ৯ এপ্রিল ২০১৫

আইএবির ইনডোর গেম সমাপ্ত

খেলাধুলার মাধ্যমে মানসিক উৎকর্ষ সাধনের লক্ষে আয়োজিত বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ইনডোর গেম টুর্নামেন্ট শেষ হয়েছে। সম্প্রতি রাজধানীর আগাওগাঁওয়ে আইএবি সেন্টারে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়। আইএবির প্রেসিডেন্ট এআর আবু সাঈদ এম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক এআর কাজী এম আরিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এস এম রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন আইএবির সাবেক প্রেসিডেন্ট এআর রবিউল হোসাইন, সদ্যদায়িত্ব শেষ করা প্রেসিডেন্ট এআর মোবাশ্বের হোসাইন, বাংলাদেশ সরকারের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়ান জোবেরা রহমান লিনু এবং সাবেক জাতীয় ব্যাটমিন্টন চ্যাম্পিয়ন জুবাইদুর রহমান রানা। সমাপনী দিনে প্রতি ইভেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এবার মোট ৯ ইভেন্টে ব্যাটমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে টেবিল টেনিস ও ব্যাটমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন ৫৩ খেলোয়াড়। একক, দৈত ও দলগত তিন ইভেন্টে খেলার আয়োজন করা হয়। ব্যাডমিন্টন এককে চ্যাম্পিয়ন হয়েছেন- এআর এস এম আনোয়ার পারভেজ, রানার্সআপ এআর শিহাব আহমেদ। পুরুষের দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন এআর এস এম আনোয়ার পারভেজ-এআর শহীদ হাসান রাব্বানী জুটি। রানার্সআপ এআর ডিএস ফোয়াদ হায়দার-এআর সেলিম আলতাফ বিপ্লব জুটি। ব্যাটমিন্টনে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন এআর সালমা বেগম, রানারআপ হয়েছেন এআর অদিতি বিশ্বাস। পুরুষ শাখায় টেবিল টেনিস একক চ্যাম্পিয়ন হয়েছেন এআর সেলিম আলতাফ বিপ্লব এবং রানার্সআপ এআর শহীদ হাসান রাব্বানী। পুরুষদের টেবিল টেনিস দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন এআর মুহাম্মদ মিরাজ উর রহমান-এআর মোঃ মাহবুব হাসান, আর রানার্সআপ হয়েছেন- এআর. সেলিম আলতাফ বিপ্লব এবং এআর মোঃ শহীদ হাসান। টেবিল টেনিসে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন এআর সাজিয়া খানম, রানারআপ এআর হাসিনা আকতার।-বিজ্ঞপ্তি।
×