ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদায় বললেন লিউ জিয়াং

প্রকাশিত: ০৪:২১, ৯ এপ্রিল ২০১৫

বিদায় বললেন লিউ জিয়াং

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে বিদায় বলে দিলেন চীনের তারকা এ্যাথলেট লিউ জিয়াং। মঙ্গলবার তার ভেরিফাইড টুইটার একাউন্টে সব ধরনের এ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা দেন তিনি। এদিন চীনের সিনা ওয়েইবো নামের এক টুইটারে তার অবসরের বিষয়টি নিশ্চিত করে। অবসর প্রসঙ্গে মি ১১০ মিটার হার্ডলসের এই তারকা এ্যাথলেট বলেন, ‘আজ থেকে পেশাগত এ্যাথলেটের জীবন থেকে বিদায় নিলাম এবং আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করলাম।’ তবে সিদ্ধান্তটা নিতে যে অনেক সময় নিতে হয়েছে সেটাও জানিয়েছেন তিনি। এ বিষয়ে লিউ জিয়াংয়ের অভিমত, ‘এটা এমন এক সিদ্ধান্ত যা নিতে অনেক বিচার-বিবেচনা করতে হয়েছে। কেননা আমি এখনই খেলাধুলা থেকে সরে যেতে চায়নি। কিন্তু চোটের কারণে আমি অনেক ব্যথা অনুভব করি। যে কারণে অবসর নেয়া ছাড়া অন্য কোন পথ নেই আমার।’ ২০০৪ সালে ১১০ মিটার হার্ডলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন লিয়াউ জিয়াং। সেইসঙ্গে চীনের প্রথম পুরুষ হিসেবে অলিম্পিক জয়ী চ্যাম্পিয়নের খাতায় নাম লেখান তিনি। সেবার কলিন জ্যাকসনের ১২ দশমিক নয় এক সেকেন্ডের রেকর্ডের পাশে নিজের নাম লেখান এই এ্যাথলেট। তিন বছর পর জাপানের ওসাকায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন চীনের এই এ্যাথলেট। ২০০৬ সালে সুইজারল্যান্ডে ১২ দশমিক আট সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন লিউ। তবে, ইনজুরির কারণে এরপর আর নতুন করে রেকর্ড গড়া হয়নি চীনা এই এ্যাথলেটের। ২০১১ সালে ভক্তদের কাঁদিয়ে চীনের এনবিএ তারকা ইয়াও মিং বিদায় নিয়েছিলেন। এরপর গত বছর বিদায় বলেন টেনিস বিশ্বের অন্যতম সেরা তারকা লি না। এবার তাদের পথে হাঁটলেন লিউ জিয়াং। দেশটির ত্রয়ী এই তারকাদের বিদায়ে চীনারা বেশ উদ্বিগ্ন। কেউ কেউ আবার স্বপ্ন দেখছেন নতুনদের নিয়ে। এ বিষয়ে একজন ভক্ত বলেন, ‘চীনের স্পোর্টসের সেরা তিন তারকার বিদায়। যদিওবা এটা খুব দুঃসংবাদ তারপরও আশা করি অনেক তারকারই আবির্ভাব ঘটবে। যারা ভবিষ্যতে এই ত্রয়ী তারকার স্থান দখল করে নেবে।’ একজন ভক্ত আবার লিউ জিয়াংকে চীনের গর্ব বলে মন্তব্য করেছেন।’ আরেকজন জানান, ‘লিউ আমাদের জাতীয় বীর, তারা আমাদের এশিয়ার মানুষকে গর্বিত করেছেন।’
×