ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গলফ ফেডারেশনের সঙ্গে বসুন্ধরা গ্রুপ

প্রকাশিত: ০৪:২০, ৯ এপ্রিল ২০১৫

গলফ ফেডারেশনের সঙ্গে বসুন্ধরা গ্রুপ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে এবং বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় কুর্মিটোলা গলফ ক্লাবে আগামী মের শেষ সপ্তাহে প্রথমবারের মতো আন্তর্জাতিক পেশাদার গলফ টুর্নামেন্ট ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন’ অনুষ্ঠিত হবে। এটি একটি এশিয়ান ট্যুর ইভেন্ট। এ প্রতিযোগিতার আয়োজন উপলক্ষে বাংলাদেশ গলফ ফেডারেশন এবং বসুন্ধরা গ্রুপের মধ্যে মঙ্গলবার কুর্মিটোলা গলফ ক্লাবের বেংকুয়েট হলে তিন বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিটি বাংলাদেশ গলফ ফেডারেশনের পক্ষে ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ এবং বসুন্ধরা গ্রুপের পক্ষে ‘বসুন্ধরা গ্রুপের’ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান স্বাক্ষর করেন। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে পৃথিবীর বিভিন্ন দেশেরÑ বিশেষ করে এশিয়ার খ্যাতিমান পেশাদার গলফাররা অংশগ্রহণ করবেন। এই আয়োজন ক্রীড়া জগতে বাংলাদেশের ভাবমূর্তি নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি এই ইভেন্ট দেশকে এশিয়ার অন্যতম গলফিং দেশে পরিণত করবে এবং ক্রীড়া, পর্যটন ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে। এই টুর্নামেন্ট উপলক্ষে পেশাদার গলফার, অফিসিয়াল, রেফারি, সংগঠক এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ ১৫০ জনের অধিক বিদেশী ব্যক্তিবর্গ বাংলাদেশে আসবে। টুর্নামেন্টের স্পন্সর করবে ‘বসুন্ধরা গ্রুপ’। তারা প্রতিযোগিতার সব ব্যয় ভার বহন করবে। তিন লাখ ডলার সমপরিমাণ প্রাইজমানির এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৫।’
×