ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তসরিফার আইপিওতে ৭ গুণ আবেদন

প্রকাশিত: ০৪:১৩, ৯ এপ্রিল ২০১৫

তসরিফার আইপিওতে  ৭ গুণ আবেদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রাথমিকভাবে প্রায় ৭ গুণ আবেদন জমা পড়েছে। মোট ৬৩ কোটি ৮৭ লাখ ২১ হাজার টাকার বিপরীতে ৭ এপ্রিল পর্যন্ত ৪৪০ কোটি ৬৪ লাখ ৯৩ হাজার টাকার আবেদন জমা পড়ার তথ্য পেয়েছে কোম্পানিটি, যা কোম্পানির চাহিদার তুলনায় ৬.৮৯ গুণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির আইপিও লটারির ড্র আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রবাসী বিনিয়োগকারী বাদে এ পর্যন্ত তসরিফা ইন্ডাস্ট্রিজ আবেদন পেয়েছে ৪৩৭ কোটি ৮০ লাখ ৯৩ হাজার টাকার। প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন পাওয়ার পরিমাণ হচ্ছে ২ কোটি ৮৪ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০৮টি স্টক ব্রোকারের মধ্যে ১৯৪টির মাধ্যমে ১৫৬ কোটি ৫৫ লাখ ৯১ হাজার টাকা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৮৫টি স্টক ব্রোকারের মধ্যে ৫০টির মাধ্যমে ৪৯ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার টাকা, ৩৮টি মার্চেন্ট ব্যাংকের মধ্যে ২৭টির মাধ্যমে ৪ কোটি ৬৩ লাখ ৮৯ হাজার টাকার আবেদন পেয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ। ২৪ মার্চ থেকে কোম্পানিটির আইপিও আবেদন শুরু হয় এবং শেষ হয় ৩১ মার্চ। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ রয়েছে ৯ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত। বস্ত্র খাতের তসরিফা ইন্ডাস্ট্রিজ ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৬ টাকা প্রিমিয়ামে ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার ২০০ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৬৩ কোটি ৮৭ লাখ ২১ হাজার ২০০ টাকা উত্তোলন করবে।
×