ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফ্লাইওভারের পাইলিংয়ে কাটা পড়ল বিদ্যুত লাইন

প্রকাশিত: ০৮:৫৭, ৮ এপ্রিল ২০১৫

ফ্লাইওভারের পাইলিংয়ে কাটা পড়ল বিদ্যুত লাইন

স্টাফ রিপোর্টার ॥ মগবাজার-মৌচাক ফ্লাইওভারের পাইলিং করার সময় উলোন গ্রিড থেকে ধানম-ি প্রবাহিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ১৩২ কেভির হাইভোল্টেজ ভূগর্ভস্থ কেবেল কাটা পড়েছে। এতে রাজধানীর পরিবাগ, এলিফ্যান্ট রোড, কাওরানবাজার. শেরে-ই-বাংলানগর, কাকরাইল, রমনা, আজিমপুর, ধানম-ি এবং সংলগ্ন এলাকায় বিদ্যুত সরবরাহ বিঘিœত হচ্ছে। ডিপিডিসি বলছে লাইনটি সংস্কার করতে সপ্তাহ খানেক সময় লেগে যেতে পারে। ডিপিডিসি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপিতে জানিয়েছে পরিবাগ, এলিফ্যান্ট রোড, কাওরানবাজার. শেরে-ই-বাংলানগর, কাকরাইল, রমনা, আজিমপুর, ধানম-ি এবং সংলগ্ন এলাকায় লোড ম্যানেজমেন্টের মাধ্যমে বিদ্যুত বিতরণ ব্যবস্থা চালু রাখা হয়েছে। এজন্য ডিপিডিসি গ্রাহক সাধারণের কাছে দুঃখ প্রকাশ করছে ও সমস্যা সমাধানে গ্রাহকদের সহযোগিতা কামনা করছে সংস্থাটি। খোঁজ নিয়ে জানা গেছে মঙ্গলবার সকাল ১০টা ৮ মিনিটে ফ্লাইওভার নির্মাণ কোম্পানি তমা কন্সট্রাকসন পাইলিং করার সময় রাজধানীর মৌচাক মার্কেটের সামনে কেবেলটি কেটে ফেলে। এতে সার্কিট-১ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই কেবলটি মেরামতের কাজ ডিপিডিসি শুরু করেছে। আর আগে গত ৪ এপ্রিল আগারগাঁও থেকে ক্যান্টনমেন্ট এলাকায় ১৩২ কেভি লাইনটি ওয়াসার কর্মীরা কেটে ফেলে। ওই সময় রাজধানীর একটি বড় অংশই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এমন কী খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ও বিদ্যুতহীন হয়ে পড়ে। তবে বিকল্প বিতরণ লাইনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হলেও রাজধানীর মিরপুর, বনানী, উত্তরার বেশি কিছু এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে ৩০ ঘণ্টা লেগে যায়। রাজধানীতে বিভিন্ন উন্নয়ন কর্মকা- চলার সময় এভাবে বিদ্যুতের লাইন বারবার কাটা পড়ছে বলে বিদ্যুত বিতরণকারী সংস্থাগুলো দাবি করছে।
×