ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় মূক-বধির স্কুলের ছাত্রাবাস থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:২৬, ৮ এপ্রিল ২০১৫

বগুড়ায় মূক-বধির স্কুলের ছাত্রাবাস থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় মূক-বধির স্কুলে এক ছাত্রের রহস্যজন মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে স্কুলের ছাত্রাবাস থেকে রবিউল হাসান (১৩) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। পুলিশ জানায়, বাকপ্রতিবন্ধী রবিউলের লাশ স্কুলের আবাসিক হোস্টেলের একটি বড় কক্ষে ঝুলন্ত অবস্থায় ছিল। ওই হল রুমে আরও ৪০ ছাত্র এক সঙ্গে থাকে সংশ্লিষ্টরা জানিয়েছে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। বিষয়টি আত্মহত্যা বলে পুলিশ প্রাথমিক তদন্ত করে জানিয়েছে। তবে রবিউলের মা খুরশিদা বেগম তার ছেলেকে নির্যাতনের পর হত্যার অভিযোগ করেছেন। তার পরিবারের আরও এক সদস্য একই অভিযোগ করেন। বগুড়া সদর থানার ওসি জানিয়েছেন, ঘটনাটি তাদের কাছে আত্মহত্যা মনে হয়েছে। তবে বিস্তারিত জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রবিউল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর গ্রামের শাহাদৎ সরকারের পুত্র। চাঁপাইয়ে মহিলার অর্ধ বছরের কারাদ- স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ গোমস্তাপুর উপজেলার রহনপুর থেকে এক মহিলাকে ফেনসিডিলসহ আটক করে ছয় মাসের কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্ত মহিলা হচ্ছে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের মোঃ তৈমুর রহমানের স্ত্রী শাবানা বেগম (৪০)। হরতালেও ইবিতে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত ইবি সংবাদদাতা ॥ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রায়ের প্রতিবাদে দলটির ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন কোন প্রভাব পড়েনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার সকাল থেকেই হরতাল উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনিক কার্যক্রমও ছিল পুরোপুরি স্বাভাবিক। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি। বরিশালে প্রযুক্তি মেলা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীতে তিন দিনব্যাপী বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শেষদিন আজ বুধবার। বরিশাল মডেল স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে সোমবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়। বিভাগীয় কমিশনার মুক্তিযোদ্ধা মোঃ গাউসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বরিশাল জেলা প্রশাসক শহীদুল আলম, স্থানীয় সরকার বরিশাল বিভাগের পরিচালক প্রণয় কান্তি বিশ্বাস, অধ্যক্ষ মেজর মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম প্রমুখ। মেলায় ৩০টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
×