ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপরাধ আর স্থূলতার বিরুদ্ধে লড়াইয়ে এফবিআই

প্রকাশিত: ০৪:১১, ৮ এপ্রিল ২০১৫

অপরাধ আর স্থূলতার বিরুদ্ধে লড়াইয়ে এফবিআই

শুধু মগজাস্ত্রে শান দিলেই চলবে না, ইস্পাত-কঠিন চেহারাও চাই। তা না হলে ইসলামিকস স্টেট জঙ্গীগোষ্ঠী, চীনা গুপ্তচর আর রাশিয়ান গুপ্তঘাতকদের সঙ্গে যুঝে ওঠা সম্ভব হবে না। তাই শরীর চর্চা করতে হবে। রোজ, নিয়ম করে, নিরলসভাবে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনে (এফবিআই) এখন শরীরচর্চা নিয়ে খুব কড়াকড়ি। এফবিআইয়ের নতুন পরিচালক জেমস বি কোমে এই সিদ্ধান্ত নিয়েছেন। গত অক্টোবরে সংস্থার কর্মীদের দক্ষতা, ক্ষিপ্রতা, শারীরিক সক্ষমতা নিয়ে একটি সমীক্ষা চালানো হয়েছিল। তাতে দেখা যায়, অসংখ্য কর্মী যাদের অফিসে বসে ডেস্ক সামলাতে হচ্ছে, তাদের ওজন বেড়ে গেছে। হঠাৎ কোথাও পাঠানোর প্রয়োজন হলে, শারীরিক অক্ষমতার দরুন তাঁরা ব্যর্থ হচ্ছেন। এই সমস্যা দূর করার একমাত্র উপায় হচ্ছে শরীরচর্চা। যেমন, পুরুষদের ক্ষেত্রে যাদের বয়স ৩০ থেকে ৩৯ তাদের একবারও না থেমে এক মিনিটে ২৪টা পুশ-আপ এবং ৩৫ বার সিট-আপ করতে হবে। এক হাজার ফুট দৌড়তে হবে ১ মিনিট ১৯ সেকেন্ডে। পুরুষ-মহিলা নির্বিশেষে শরীরচর্চায় অংশ নিতেই হবে। সারা বিশ্বে ১৩ হাজার ৫০০ এফবিআইয়ের এজেন্ট আছেন। ওয়াশিংটনের সদর দফতরে আছেন ৭৫ থেকে ৮০০ জন। এফবিআইয়ের ১৫ বছরের ইতিহাসে কর্মীদের জন্য এই প্রথম এমন কঠিন নিয়ম চালু করা হলো। -নিউইয়র্ক টাইমস তিন শ’ সিরীয় কুর্দিকে আল কায়েদার অপহরণ আল কায়েদার সিরিয়া শাখা নুসরা ফ্রন্ট দেশের উত্তরাঞ্চলে ৩শ’ কুর্দিকে অপহরণ করেছে। সিরিয়ার এক কুর্দি কর্মকর্তা সোমবার এ কথা জানিয়েছেন। খবর ওয়েবসাইটের। কোবানি ক্যান্টনের কর্মকর্তা ইদ্রিস নাসান বলেছেন, আফরিন শহর থেকে আলেপ্পো এবং দামেস্ক ভ্রমণের সময় রবিবার সন্ধ্যায় তাদের অপহরণ করা হয়। এ শহরটি কুর্দিদের নিয়ন্ত্রণে। তিনি বলেন, ‘তারা নারী ও শিশুদের ছেড়ে দিয়েছে। কিন্তু অপহরণ করে রেখেছে ৩শ’ পুরুষ এবং তরুণদের ।’
×