ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চারদিনের কর্মশালা শুরু

প্রাথমিক শিক্ষাক্রম মানোন্নয়নে কাজ করবে দ. কোরিয়া

প্রকাশিত: ০৮:২৫, ৭ এপ্রিল ২০১৫

প্রাথমিক শিক্ষাক্রম মানোন্নয়নে কাজ করবে দ. কোরিয়া

স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক শিক্ষাক্রমের পরিমার্জন, গবেষণাসহ মানোন্নয়নে সহযোগিতা করবে দক্ষিণ কোরিয়া। এ লক্ষ্যে সোমবার রাজধানীতে কোরিয়া ও বাংলাদেশের কারিকুলাম বিশেষজ্ঞদের অংশগ্রহণে শুরু হয়েছে চারদিনব্যাপী কর্মশালা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অনুষ্ঠিত এক কর্মশালায় অংশ নিচ্ছেন কোরিয়ার ৯ সদস্যের বিশেষজ্ঞ প্রতিনিধিদল। কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি অনুসারে প্রাথমিক শিক্ষাস্তর অষ্টম শ্রেণী পর্যন্ত হলে শিক্ষাক্রমে যে পরিবর্তন আসবে সেখানে প্রয়োজনীয় সহযোগিতা করবে কোরিয়া শিক্ষাক্রম ও মূল্যায়ন ইনস্টিটিউট (কেআইসিএস)। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কোরিয়ান শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে একটি প্রকল্পও বাস্তবায়ন করতে যাচ্ছে।
×