ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে যৌতুকের জন্য গৃহবধূ হত্যা ॥ শ্বশুর আটক

প্রকাশিত: ০৬:৩০, ৭ এপ্রিল ২০১৫

বাগেরহাটে যৌতুকের জন্য গৃহবধূ হত্যা ॥ শ্বশুর আটক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় যৌতুকের দাবিতে নুপুর রাণী সাহা (২০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যাকা-ে জড়িত সন্দেহে পুলিশ বাগেরহাট সদর হাসপাতাল এলাকা থেকে নিহতের শ্বশুর সুধীর সাহাকে আটক করেছে। গৃহবধূর লাশের ময়নাতদন্ত হয়েছে। পরে পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। সোমবার এ ঘটনায় নিহত নুপুর রাণী সাহার বাবা মন্টু সাহা বাদী হয়ে স্বামী দেবাশীষ সাহা, শ্বশুর অধীর সাহাসহ পাঁচজনের নামে বাগেরহাট মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নুপুর সাহা বাগেরহাটের মোরেলগঞ্জের বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর গ্রামের মন্টু সাহার মেয়ে। নিহতের শুভশ্রী সাহা নামের এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। মন্টু সাহা রোববার দুপুরে হাসপাতালে বসে বলেন, তিন বছর আগে নুপুরের সঙ্গে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার অধীর সাহার ছেলে দেবাশীষ সাহার বিয়ে হয়। বিয়ের সময় তিনি জামাতাকে ধার-দেনা করে নগদ ৭০ হাজার টাকা, দুই ভরি সোনার গহনাসহ অন্য মালামাল দেন। বিয়ের কিছুদিন যেতেই জামাতা দেবাশীষ ব্যবসা করতে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। এ যৌতুকের টাকার জন্য প্রায়ই তার মেয়েকে নির্যাতন করতেন। মেয়ের ওপর নির্যাতন করার কারণে তিনি মেয়েকে তার বাড়িতে এনে রাখেন। আটদিন আগে দেবাশীষ এসে আর যৌতুক নেবে না- বললে তিনি মেয়েকে স্বামীর সঙ্গে বাগেরহাটে পাঠান। সন্ধ্যায় পুলিশের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে এসে তার মেয়েকে মৃত অবস্থায় পেয়েছেন। স্বামীসহ তার পরিবারের সদস্যরা নুপুরকে শ্বাসরোধে হত্যা করে লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যাওয়ার সময় শ্বশুরকে পুলিশ আটক করেছে। রাজশাহীতে পদ্মার বাঁধ সংরক্ষণ ও ভাঙ্গন রোধ দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বর্ষা মৌসুম শুরুর আগেই পদ্মা নদীর বাঁধ সংরক্ষণ ও ভাঙ্গনের কবল থেকে রাজশাহীকে রক্ষার দাবিতে রাজশাহীতে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার বেলা ১০টা থেকে ঘণ্টাব্যাপী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। কর্মসূচীতে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ ও রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের দাবি জানান, রাজশাহী সদর আসনের সাংসদ ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে পদ্মার বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে পদক্ষেপ না নিলে রাজশাহীবাসী বসে থাকবে না। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহসভাপতি ডাঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জামাত খান, ডাবলু সরকার, শাহীন আকতার রেনী, মনিরুজ্জামান মণি, সাংবাদিক নেতা হাসান মিল্লাত, হারুনার রশিদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের দেবাশিষ প্রামাণিক দেবু, মঞ্জুর হাসান মিঠু প্রমুখ। এছাড়া মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ অংশ নেন।
×