ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরানের পরমাণু চুক্তির তীব্র সমালোচনা নেতানিয়াহুর

প্রকাশিত: ০৬:২২, ৭ এপ্রিল ২০১৫

ইরানের পরমাণু চুক্তির তীব্র সমালোচনা নেতানিয়াহুর

ইরান ও ছয় বিশ্বশক্তির দেশগুলোর মধ্যকার সমঝোতার তীব্র সমালোচনা করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একে বাজে চুক্তি হিসেবে অভিহিত করেছেন। যদিও এ চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। খবর এএফপির। সুইজারল্যান্ডে বৃহস্পতিবার ইরান ও বিশ্বের ছয় জাতির দেশগুলো যে রূপরেখা চুক্তিতে সম্মত হয়েছে তাতে তেহরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে দেশটি তার পরমাণু অস্ত্র তৈরির কাজ হ্রাস করবে। কিন্তু রবিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে নেতানিয়াহু বলেছেন, এ চুক্তির ফলে ইরানের পরমাণু কর্মসূচী হ্রাস পাবে না। বরং ইরানের বিশাল পরমাণু অবকাঠামো বহাল থাকবে। একটি সেন্ট্রিফিউজও ধ্বংস হবে না। একটি পরমাণু কেন্দ্রও বন্ধ হবে না।
×