ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রিটেনে ২৫ সপ্তাহের পিতৃত্ব ছুটি

প্রকাশিত: ০৬:২১, ৭ এপ্রিল ২০১৫

ব্রিটেনে ২৫ সপ্তাহের পিতৃত্ব ছুটি

যুক্তরাজ্যের বাবারা এখন থেকে ২৫ সপ্তাহ পিতৃত্বকালীন ছুটি নিতে পারবেন। দেশটিতে রবিবার থেকে এ আইনটি প্রবর্তন করা হয়েছে। এ আইনের ফলে দেশটিতে মা ও বাবা উভয়ে মিলে মোট ৫০ সপ্তাহের ছুটি নিতে পারবেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। দেশটির সরকারী সূত্রে জানা গেছে, প্রতি বছর দুই লাখ ৮৫ হাজার দম্পতি এ সুবিধা পাবেন। এ আইন সন্তান দত্তক নেয়া মা-বাবার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সন্তান জন্ম দেয়ার কারণে নারীকে যাতে তার চাকরি হারাতে না হয়, সেজন্য আইনে এ পরিবর্তন আনা হলো। বর্তমানে বেশির ভাগ ক্ষেত্রে নারীকে হয় পেশাগত সাফল্য, নয়তো সন্তান নেয়ার বিষয়টি বেছে নিতে হয়। এ সমস্যার সমাধানে এর আগে অন্তঃসত্ত্বা থাকাকালে ও মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় কোনও কর্মজীবী নারীকে চাকরিচ্যুত করা অবৈধ ঘোষণা করে দেশটি। আইনে আরও বলা হয়েছে, ১৮ বছরের নিচের শিশুদের মা-বাবা প্রতি সন্তানের জন্য ১৮ সপ্তাহ করে অবৈতনিক ছুটি নিতে পারবেন।
×