ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজনৈতিক অস্থিরতা ও ঋণ সঙ্কট

গ্রীসে আগাম নির্বাচন দিতে পারে সিরিজা পার্টি

প্রকাশিত: ০৬:২১, ৭ এপ্রিল ২০১৫

গ্রীসে আগাম নির্বাচন দিতে পারে সিরিজা পার্টি

গ্রীসে রাজনৈতিক অস্থিরতা এবং ঋণ সঙ্কট ঘনীভূত হওয়ার প্রেক্ষপটে দেশটিতে আগাম নির্বাচনের কথা ভাবা হচ্ছে। গ্রীসের ঋণ সঙ্কট আরও প্রকট হতে থাকায় ক্ষমতাসীন সিরিজা পার্টি এখন আগাম নির্বাচনের কথা ভাবছে। আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে এথেন্সের আলোচনা ব্যর্থ হলে সেক্ষেত্রে ক্ষমতাসীন সিরিজা পার্টির আগাম নির্বাচন দেয়া ছাড়া উপায় থাকবে না। এদিকে গ্রীসকে বৃহস্পতিবারের মধ্যে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) ৪৫ কোটি ইউরো ঋণ পরিশোধ করতে হবে। গ্রীক অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস রবিবার ওয়াশিংটন ডিসিতে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিশ্চিন লাগার্দের সঙ্গে অনুষ্ঠানিক বৈঠক করেন। লাগাদ বলেছেন, গ্রীক অর্থমন্ত্রী তাকে জানিয়েছেন, বৃহস্পতিবার ওই ঋণের অর্থ পরিশোধ করা হবে। আগাম নির্বাচনের সতর্কবার্তা থেকে এথেন্সে রাজনৈতিক অস্থিরতার বিষয়টিই তুলে ধরা হয়েছে। ঋণদাতাদের সঙ্গে আলোচনায় ধীরগতি এবং গ্রীক অর্থনীতির অবনতিশীল পরিস্থিতি থেকেই উগ্র বামপন্থী দল সিরিজা পার্টির কাছ থেকে আগাম নির্বাচনের কথা শোনা যাচ্ছে। গ্রীষ্মের আগে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। -গার্ডিয়ান চালকবিহীন গাড়ির ১৫ শহর যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূল পর্যন্ত ১৫টি শহর নয় দিনে ৩ হাজার ৪শ’ মাইল পাড়ি দিয়েছে চালকবিহীন গাড়ি অডি এসকিউ৫। ইতিহাসে এত লম্বা পথ পাড়ি দেয়ার এটাই প্রথম ঘটনা। এ গাড়ির কার্যক্ষমতা যাচাই করতে বিশেষ প্রকল্প হাতে নেয় অটোমোবাইল পার্টস নির্মাতা প্রতিষ্ঠান ডেলফি। - ওয়েবসাইট গোবি মরুভূমিতে রোমিও-জুলিয়েট! মঙ্গোলিয়ায় গোবি মরুভূমির নিচে পাওয়া গেল রোমিও-জুলিয়েটের কবর। তবে এরা শেক্সপিয়রের চিরন্তন প্রেমের মানবীয় চরিত্র নয়। দু’জনেই পক্ষীশ্রেণীর ডাইনোসর। বিজ্ঞানীদের মতে, সাত কোটি ৫০ লাখ বছর আগের এ ডাইনোসর দু’টির কঙ্কাল একসঙ্গে পাওয়া যাওয়ায় নাম রাখা হয়েছে রোমিও-জুলিয়েট। আমেরিকার আলবার্টা বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, তাদেরকে হয়তো কাছাকাছিই কবর দেয়া হয়েছিল। কোনও এক প্রবল মরু ঝড়ে কাছাকাছি এসে যায় কঙ্কাল দুটি। তবে তাদের লিঙ্গ নির্ধারণ করা যায়নি। - ওয়েবসাইট
×