ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় হকির শিরোপা ফরিদপুর জেলার

প্রকাশিত: ০৬:১০, ৭ এপ্রিল ২০১৫

জাতীয় হকির শিরোপা ফরিদপুর জেলার

স্পোর্টস রিপোর্টার ॥ এটিএন বাংলা গোল্ডকাপ জাতীয় হকিতে চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুর জেলা। সোমবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-১ গোলে হারায় বাংলাদেশ নৌবাহিনীকে। জয়ী দলের হয়ে ২৩ মিনিটে প্রশান্ত কুমার সরকার ও ৪৬ মিনিটে পুস্কর ক্ষিসা মিমো দুটি গোর করেন। আর বিজিত দলের পক্ষে এক গোল করেন মাইনুল ইসলাম কৌশিক (২৫ মিনিটে)। কৌশিক টুর্নামেন্টে ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা লাভ করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন ফরিদপুর জেলার পুস্কর ক্ষিসা মিমো। তিনিও পান ১৫ হাজার টাকা। চ্যাম্পিয়ন দল ফরিদপুর ৫০ হাজার এবং রানার্সআপ নৌবাহিনী ৩০ হাজার টাকা প্রাইজমানি পায়। এছাড়া জাতীয় হকিতে তৃতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থান নির্ধারনী খেলায় তারা ২-১ গোলে হারায় ঢাকা জেলাকে। সেনাবাহিনীর মিলন হোসেন ১৩ মিনিটে এবং সিরাজুল ইসলাম ৫৩ মিনিটে গোল করেন। ঢাকা জেলার অজিত কুমার গোল করেন ২৮ মিনিটে। এটিএন বাংলার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালন ড. মাহফুজুর রহমান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুস সাদেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মইনুজ্জামান পিলা, কমিটির সম্পাদক জাফরুল আহসান বাবুল উপস্থিত ছিলেন। গাজীপুর সিটির বড় জয় স্পোর্টস রিপোর্টার ॥ চলমান পাইওনিয়ার ফুটবল লীগের সুপার লীগে সোমবার গ্রুপ ‘ক’ তে বিজয় সরণির সামরিক জাদুঘর মাঠে লন্ডন টাইগার্স ১-১ গোলে ড্র করে উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সঙ্গে। ম্যাচসেরা খেলোয়াড় হয় (রুমন হোসেন, উত্তরা ফ্রেন্ডস ক্লাব)। গ্রুপ ‘খ’ তে আউটার স্টেডিয়াম মাঠে হাসনাবাদ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হারায় লালবাগ তরুণ সংঘকে। জয়ী দলের সোহান ম্যাচসেরা খেলোয়াড় হয়। গ্রুপ ‘গ’তে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে তোতা স্পোর্টস ফুটবল একাডেমি ২-০ গোলে ইলু স্মৃতি সংসদকে হারায়। জয়ী দলের রাজ ম্যাচসেরা খেলোয়াড় হয়। গ্রুপ ‘ঘ’তে মিরপুর গোলার টেক ঈদগাহ মাঠে গাজীপুর সিটি ফুটবল একাডেমি ৫-০ গোলে উত্তরণ যুব সংসদকে হারায়।
×