ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামায়াত দু’দিন হরতাল ডেকেছে

প্রকাশিত: ০৫:৪২, ৭ এপ্রিল ২০১৫

জামায়াত দু’দিন হরতাল ডেকেছে

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টে একাত্তরের ঘাতক কামারুজ্জামানের ফাঁসি পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় জামায়াত এবার প্রতি ফোঁটা রক্তের বদলা নেয়ার হুমকি দিয়েছে। এর আগে ‘যুদ্ধাপরাধী’ জামায়াত নেতাদের মুক্তি না দিলে দেশে গৃহযুদ্ধ বাধিয়ে দেয়ার হুমকি দিয়েছিল জামায়াত নেতারা। সোমবার কামারুজ্জামানের ফাঁসির দ-াদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর ঢাকা মহানগর জামায়াত নেতারা হুমকি দিয়েছে, সময়ের ব্যবধানে প্রতি ফোঁটা রক্তের জবাব কড়ায়-গ-ায় আদায় করা হবে। কামারুজ্জামানের রিভিউ বিষয়ে রায়ের পর দুপুরে মহানগর জামায়াতের প্রচার সহকারী এম আলাউদ্দিন আরমান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মৃত্যুদ- বহালের এ রায়ের প্রতিবাদে সোমবার রাজধানীর বিভিন্ন স্পটে বিক্ষোভ করেছে জামায়াত কর্মীরা। বিক্ষোভ-পরবর্তী সমাবেশে নেতারা দাবি করেন, কামারুজ্জামান রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তবে সময়ের ব্যবধানে প্রতি ফোঁটা রক্তের জবাব কড়ায়-গ-ায় আদায় করা হবে। এদিকে রায়ের প্রতিবাদে আজ ও আগামীকাল হরতালের ঘোষণা দিয়ে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ একাত্তরের ঘাতক কামারুজ্জামানকে বিশিষ্ট বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, গণমানুষের প্রিয় নেতা বলে দাবি করেছেন। একই সঙ্গে দাবি করেছেন, সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাদের নেতৃবৃন্দকে হত্যা করার মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অস্থির হয়ে পড়েছে।
×