ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গত মাসে ডিএসইর রাজস্ব বেড়েছে

প্রকাশিত: ০৪:২৮, ৭ এপ্রিল ২০১৫

গত মাসে ডিএসইর রাজস্ব বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে গত মাসে সরকারের রাজস্ব আদায় বেড়েছে। গত মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য মতে, মার্চ মাসে ডিএসই থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ১১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকার। যা ফেব্রুয়ারি মাসে ছিল ৮ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার টাকার। অর্থাৎ মার্চ মাসে ৩ কোটি ৭ লাখ টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। বাজার সংশ্লিষ্টদের মতে, গত মার্চ মাসে আগের মাসগুলোর তুলনায় ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। এতে রাজস্ব আদায়ও বেড়ে গেছে। আলোচিত মাসে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে ৬ কোটি ১৩ লাখ ৯২ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে। যা গত ফেব্রুয়ারিতে ছিল ৫ কোটি ৩৬ লাখ ৩ হাজার টাকা। আলোচিত মাসে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায়ও বেড়েছে। এই মাসে ৫ কোটি ৬৩ লাখ ৫৭ হাজার টাকার রাজস্ব আদায় করেছে ডিএসই। আগের মাসে ৩ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আদায় করেছিল ডিএসই।
×