ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এশিয়ান পেইন্টস্ নিয়ে এসেছে টেফলনযুক্ত রয়্যাল

প্রকাশিত: ০৪:২৮, ৭ এপ্রিল ২০১৫

এশিয়ান পেইন্টস্ নিয়ে এসেছে টেফলনযুক্ত রয়্যাল

এশিয়ান পেইন্টস্ বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে টেফলন সারফেস প্রটেক্টরযুক্ত ইন্টেরিয়র পেইন্ট- রয়্যাল লাক্সারি সিল্ক ইমালশন। আর এর মধ্যে দিয়ে এশিয়ান পেইন্টস্ বাংলাদেশে ঘরের দেয়ালের দাগ প্রতিরোধে ও দীর্ঘস্থায়িত্বে নতুন মাইলফলক স্থাপন করেছে। উল্লেখ্য, বাংলাদেশের বাজারে এশিয়ান পেইন্টস্ এর রয়্যাল লাক্সারি সিল্ক ইমালশনই একমাত্র টেফলন ট্রেডমার্ক যুক্ত রং। এশিয়ান পেইন্টস্ ভোক্তাদের হাতে অত্যাধুনিক প্রযুক্তির পেইন্ট তুলে দিতেই রয়্যাল লাক্সারি সিল্ক ইমালশন-এ টেফলনযুক্ত করেছে। উল্লেখ্য, টেফলন মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ডু পন্ট-এর প্যাটেন্টকৃত। টেফলন সারফেস প্রটেক্টরযুক্ত রয়্যাল লাক্সারি সিল্ক ইমালশন দিয়ে ঘরের দেয়াল রং করলে দেয়ালে যতো দাগই পড়ুক তা যেমন সহজেই মুছে ফেলা যায় তেমনি দেয়ালের রংও দীর্ঘদিন ভাল থাকে এবং দেয়ালে দেয় রেশমী উজ্জ্বলতা। তাছাড়া অধিক দাগ প্রতিরোধক ক্ষমতার পাশাপাশি এটি ছত্রাক প্রতিরোধকও। এতে পরিমিত মাত্রায় ভিওসি থাকায় এটি পরিবেশবান্ধব। টেফলনযুক্ত পণ্য আনা প্রসঙ্গে এশিয়ান পেইন্টস্ বাংলাদেশ লিমিটেডের হেড অব সেলস এ্যান্ড মার্কেটিং সৌমিত্র রায় বলেন, “ভোক্তাদের কাছে অত্যাধুনিক মানের পরিবেশবান্ধব পণ্য ও সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। -বিজ্ঞপ্তি
×