ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

থেমে নেই পথচলা

প্রকাশিত: ০৫:১৮, ৬ এপ্রিল ২০১৫

থেমে নেই পথচলা

মমতাজ বেগম। বয়স ৪০। কাওরান বাজারের এক পাইকারি ব্যবসায়ীর সহকারী। দোকানের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রেতাদের কাছে বেচতে সহায়তা করেন তিনি। স্বামী অসুস্থ। তাই সংসারের ঘানি টানতে হয় তাকে। এর ওপরে এক ছেলে ও দুই মেয়ের লেখাপড়ার খরচ চালাতে হয়। মাসিক আট হাজার টাকা সংসারের চাপ সামলানো তার জন্য কষ্টকর। তবু জীবনযুদ্ধে থেমে নেই পথচলা। রবিবার ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×