ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রজাপতির বাহার

প্রকাশিত: ০৫:১৮, ৬ এপ্রিল ২০১৫

প্রজাপতির বাহার

একটু ছোঁয়াতেই উড়ে গেল হলুদ রঙের একটি প্রজাপতি। দৃষ্টিনন্দন ডানা। কবির ভাষায় বলতে গেলে প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে এমন রঙিন পাখা। নামগুলোও বাহারি। মণিমাল্য, রূপসা, শুভ্রছড়া, শঙ্খমালা, রাজেশ্বরী, নীল বিজরী। এমন সব বাহারি নাম মানুষের দেখার আগ্রহ জাগায়। ঢাবির কার্জন হলের ফুলের বাগান থেকে ছবিটি তুলেছেন দৈনিক জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×