ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে গৃহকর্মী শিশুর হাতে পিন ফুটিয়ে নির্যাতন

প্রকাশিত: ০৫:১১, ৬ এপ্রিল ২০১৫

নীলফামারীতে গৃহকর্মী শিশুর হাতে পিন ফুটিয়ে নির্যাতন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের বাজার পাড়ায় সাথী মনি নামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে হাতে পিন ফুটিয়ে অমানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে ডোমার থানায় মামলা হয়েছে। অভিযোগ মতে, প্রতিবেশি নুরন্নবী ও তার স্ত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নুরজাহান আক্তার এ নির্যাতন করে। মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের রিক্সাচালক তোফা মামুদের দুই ছেলে তিন মেয়ে। সবার ছোট সাথী মনিকে বড় ছেলে আসাদের কাছে ডোমারে রেখে বাবা ঢাকায় রিক্সা চালান, আর মা রোকেয়া বেগম ঢাকার একটি গার্মেন্টস শিল্পে চাকরি করেন। প্রতিবেশী নুরন্নবীর অনুরোধে প্রায় দুই মাস আগে আসাদ তার বোনকে লেখাপড়ার পাশাপাশি গৃহকর্মীর কাজের জন্য নুরন্নবীর বাসায় রেখে দেন। এলাকার জামির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সাথী মনি লেখাপড়ার পাশাপাশি তাদের বাসায় কাজ করে। অভিযোগ মতে, বাসায় চুরি করার অপরাধে ওই শিশুকে মারপিট করার কারণে শিশুটি গৃহকর্মীর কাজ ছেড়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ২ এপ্রিল বৃহস্পতিবার সকালে পরিকল্পিতভাবে শিশুটিকে ডেকে নিয়ে চালানো হয় নির্যাতন। তার হাতে পিন ফুটিয়ে দেয়া হয়। এ সময় সাথীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেই থেকে ওই শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
×