ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লেবার-কনজারভেটিভ হাড্ডাহাড্ডি লড়াই হবে ॥ জরিপ

প্রকাশিত: ০৫:০৪, ৬ এপ্রিল ২০১৫

লেবার-কনজারভেটিভ  হাড্ডাহাড্ডি লড়াই  হবে ॥ জরিপ

আগামী মাসে অনুষ্ঠেয় ব্রিটেনের সাধারণ নির্বাচন নিয়ে করা জরিপে দেখা গেছে, প্রধান দুই দল লেবার ও কনজারভেটিভ পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অপিনিয়াম/অবজারভারের করা সর্বশেষ জনমত জরিপে উভয় দলই ৩৩ শতাংশ ভোট পাবে। বৃহস্পতিবার সাত নেতার টেলিভিশন বিতর্কে অংশ নেয়ার পর এ জরিপ করা হয়। খবর গার্ডিয়ানের। এদিকে স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেত্রী নিকোলা স্টারজিওন আগামী ৭ মে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের ক্ষমতার লড়াইয়ে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। এবার ৩৫টি আসন পেয়ে বাজিমাত করতে পারে এসএনপি। বিশেষ করে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত সাত নেতার সরাসরি টেলিভিশন বিতর্কে নজরকাড়া পারফরম্যান্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ৪৫ বছর বয়সী এ নেত্রী। ২০১০ সালের নির্বাচনে এসএনপি স্কটল্যান্ডের ৫৯টি আসনের মধ্যে পেয়েছিল মাত্র ছয়টি। অপিনিয়াম বলেছে, সাম্প্রতিক জরিপে লিবারেল ডেমোক্র্যাটস পাবে ৭ শতাংশ, ইউকিপ ১৪ শতাংশ এবং গ্রীন ৭ শতাংশ ভোট পাবে।
×