ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৩.৪৫ শতাংশ

প্রকাশিত: ০৫:০১, ৬ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৩.৪৫ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত রয়েছে। বেশিরভাগ কোম্পানির দর কমার কারণে উভয় বাজারেই সব ধরনের সূচক কমেছে। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এতিমখানা মামলার শুনানি এবং যুদ্ধাপরাধ মামলায় কামারুজ্জামানের রিভিউয়ের রায়কে কেন্দ্র করে বাজারে শেয়ার বিক্রির চাপ বাড়ে। শেয়ার বিক্রির পাশাপাশি কেনার আদেশও বাড়তে থাকে। যার কারণে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন বেড়েছে ১৩ দশমিক ৪৫ শতাংশ। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে দিনশেষে সেখানকার সার্বিক সূচকটি কমে যায়। নতুন কোম্পানি ইউনাইটেড পাওয়ার কোম্পানিকে ঘিরেই পুরো দিনের লেনদেন চলেছে। বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার কারণে সার্বিক লেনদেনের এক চতুর্থাংশই কোম্পানিটি করেছে। দিনটিতে ডিএসইতে ৩১১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় প্রায় কোটি ৩৬ লাখ ৯৩ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার এ বাজারে লেনদেন হয়েছিল ২৭৪ কোটি ৬৭ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪২টি, কমেছে ২৪০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি শেয়ারের দর। সকালে নেতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর পর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৩১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৯৬ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে-ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস, এমজেএল বাংলাদেশ লিমিটেড, এসিআই লিমিটেড, শাশা ডেনিমস, গ্রামীণফোন লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ফার্মা এইড এবং বঙ্গজ। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সায়হাম কটন, প্রভাতী ইন্স্যুরেন্স, পিএফআই ১ম মিউচ্যুয়াল ফান্ড, এপেক্স স্পিনিং, বিএসআরএম স্টিল, শাহজালাল ইসলামী ব্যাংক, হা-ওয়েল টেক্সটাইল, আইএলএফএসএল, মুন্নু সিরামিক ও ইফাদ অটোস। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ফার্স্ট ব্যাংক, মেঘনা পেট, আজিজ পাইপস, জাহিন স্পিনিং, নর্দার্ন জুটস, লিগ্যাসি ফুটওয়ার, ইমাম বাটন, উত্তরা ব্যাংক, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড ও কর্ণফুলী ইন্স্যুরেন্স। রবিবার ঢাকার মতো অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। নতুন কোম্পানি তালিকাভুক্তির দিনে সেখানে পুরোদিনে ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৭৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, শাশা ডেনিমস, মবিল যমুনা বাংলাদেশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, অগ্নি সিস্টেম, বেক্সিমকো, ইফাদ অটোস ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।
×