ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্যুত লাইন সম্প্রসারণে ৯১৫ কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত: ০৪:৫৯, ৬ এপ্রিল ২০১৫

বিদ্যুত লাইন সম্প্রসারণে ৯১৫ কোটি  টাকা বরাদ্দ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ পুরো বরেন্দ্র এলকায় নতুন বিদ্যুত লাইন স্থাপন, সম্প্রসারণ, সংস্কার ও বিদ্যুত উপকেন্দ্রগুলো পুনঃস্থাপনে এবার উদ্যোগ নিয়েছে বিদ্যুত উন্নয়ন বোর্ড। এক কথায় বিদ্যুত বিতরণ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে ৯১৫ কোটি টাকা নিয়ে মাঠে নামছে সংস্থাটি। একনেক ইতোমধ্যে এই অর্থের ছাড় দিয়ে অনুমোদন দিয়েছে। প্রকল্পের অনুমোদন পাওয়াসহ এলাকা নির্ধারণ শেষ হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে বাণিজ্যিক ও বাসস্থানসমূহে প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুত সংযোগ দেয়া সম্ভব হবে। প্রকল্পের আওতায় ১৩৭৫ কিলোমিটার নতুন লাইন তৈরি করা হবে। উন্নয়ন প্রকল্পটির আর্থিকসহ অন্য বিষয়ে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট বিভাগ। পুরাতন লাইন সংস্কার করা হবে ১৮০৮ কিলোমিটার। পাশাপাশি প্রধান কাজ হচ্ছে ৩০ কি.মি. ৩৩ কেভি, ১১ কেভি ও ০৪ কেভি সমন্বিত লাইন নির্মাণ। ৩৩ কেভির অধীন সম্প্রসারিত লাইন হবে ২২১ কি.মি.। এছাড়াও বিভিন্ন ক্ষমতার নতুন উপকেন্দ্র নির্মাণ এবং বিদ্যমান উপকেন্দ্রগুলোর সংস্কার মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষমতার নতুন বিতরণ ট্রান্সফরমার সংগ্রহ করা হবে। প্রতিটি পুরান ট্রান্সফরার পরীক্ষা-নিরীক্ষা করে বড় ধরনের সংস্কার নতুবা পরিবর্তনে সুপরিশ আসবে। সংশ্লিষ্ট বিভাগ সূত্র নিশ্চিত করেছে ৬৩৮টি ট্রান্সফরমার ক্ষমতায়নের বিষয়টি বিবেচনায় এনে সংস্কারে হাত দেয়া হবে। যাতে করে বিভিন্ন ধরনের ক্ষমতার পুরাতন বিতরণ ট্রান্সফরমার নিয়ে অবৈধ বাণিজ্য করতে না পারে কেউ।
×