ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে অগ্নিদগ্ধ মা ও মেয়ে ঢামেকে মারা গেছেন

প্রকাশিত: ০৯:০৬, ৫ এপ্রিল ২০১৫

সিলেটে অগ্নিদগ্ধ মা ও মেয়ে ঢামেকে   মারা গেছেন

স্টাফ রিপোর্টার ॥ চব্বিশ ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেলেন অগ্নিদগ্ধ মা ও মেয়ে। সিলেট সদর থানার মীরের ময়দান পুলিশ লাইন এলাকায় একটি বাড়ির বাথরুমে রহস্যজনক বিস্ফোরণে দগ্ধ হন মা মনোয়ারা বেগম (৫০) ও মেয়ে জাহিদা আক্তার (১৯)। তারা চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার সন্ধ্যা ৬টার দিকে মারা যান। জাহিদা আক্তার সিলেট মদনমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্রী। শুক্রবার রাতে তাদের দগ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার সকালে সিলেট থেকে ঢামেকের বার্ন ইউনিটে আনা হয় তাদের। মনোয়ারা বেগমের ছেলে আদনান জাকির জানান, শুক্রবার রাতে লোডশেডিংয়ের সময় মোমবাতি হাতে নিয়ে আমার বোন বাথরুমে যায়। এ সময় আমার মাও তার পেছনে পেছনে গেলে আকস্মিক রহস্যময় এক বিস্ফোরণে দগ্ধ হন তাঁরা। বাথরুমে জমে থাকা বয়োগ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে জানান, আদনান।
×