ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪৩, ৫ এপ্রিল ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১। কোন শ্রেণীর যতজন শিক্ষার্থী প্রত্যেকে ততটি দশ পয়সা করে চাঁদা দেওয়াতে ৯০ টাকা সংগ্রহ হল। শিক্ষার্থীর সংখ্যা- ক) ৯০ জন খ) ১৫ জন গ) ৬০ জন ঘ) ৩০ জন ২। ক যে কাজ ১২ দিনে করে, খ সেই কাজ ১৮ দিনে করে। ক কাজটির অংশ করার পর বাকী অংশ খ একা সম্পূর্ণ করল। কত দিনে কাজটি শেষ হল? ক) ১৬ দিনে খ) ১৩ দিনে গ) ১৪ দিনে ঘ) ১৫ দিনে ৩। দশ টাকায় ছয়টি করে পেয়ারা কিনে প্রতিটি দুই টাকা করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? ক) ১৫% খ) গ) ১০% ঘ) ২০% ৪। ১৯০ টাকায় একটি দ্রব্য বিক্রয় করাতে ৫% ক্ষতি হল। বিক্রয়মূল্য কত হল ৫ % লাভ হতো? ক) ২০৫ টাকা খ) ২১৫ টাকা গ) ২১০ টাকা ঘ) ২২০ টাকা ৫। বার্ষিক ১০% সরল সুদে কত টাকা ৫ বছরে সুদে আসলে ৭৫০ টাকা হবে? ক) ৫০০ টাকা খ) ৫৫০ টাকা গ) ৬০০ টাকা ঘ) ৬৫০ টাকা ৬। ১০০ এর চেয়ে বড় এবং ১৫০ এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? ক) ৭টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১০টি ৭। এক কুইন্টাল সমান কত কেজি? ক) ১০০০ কেজি খ) ১০০ কেজি গ) ২০০ কেজি ঘ) ৫০০ কেজি ৮। একটি ষড়ভুজের ছয়টি বাহু সমান। উহার অন্তঃস্থ কোণগুলির সমষ্টি কত? ক) ৫৪০ ডিগ্রি খ) ৭২০ ডিগ্রি গ) ৩৬০ ডিগ্রি ঘ) ৭৮০ ডিগ্রি ৯। ধারাটির কোণ পদ হবে? ক) ১০ তম পদ খ)১২ তম পদ গ) ৯ তম পদ ঘ)১১ তম পদ ১০। একটি মোটর সাইকেল ৩৬,০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হল। কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হতো? ক) ৫৩,০০০ টাকা খ) ৫০,০০০ টাকা গ) ৫২,২০০ টাকা ঘ) ৫৫,০০০ টাকা ১১। ৪ মিটার ব্যাসবিশিষ্ট একটি বলকে একটি ঘনবাক্সে রাখা যায় এমন ঘনবাক্সের আয়তন কত? ক) ৭২ ঘনমিটার খ) ৬৪ ঘনমিটার গ) ৪৬ ঘনমিটার ঘ) ৩৬ ঘনমিটার ১২। নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ কি.মি. ও ৫ কি.মি.। নদী পথে ৪৫ কি.মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? ক) ৯ ঘণ্টা খ) ১০ ঘণ্টা গ) ১২ ঘণ্টা ঘ) ১৮ ঘণ্টা ১৩। ধ+ন+প=০ হলে, ধ৩+ন৩+প৩ এর মান কত? ক) ধনপ খ) ৩ধনপ গ) নধনপ ঘ) ৯ধনপ ১৪। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গ মিটার। এর পরিসীমা কত? ক) ৩০ মি. খ) ৬০ মি. গ) ১২০ মি. ঘ) ৯০ মি. ১৫। যদি ২ী+ু=১০ এবং ী=৮ হয়, তাহলে ী-ু=কত? ক) -৪ খ) -১ গ) -০ ঘ) ১৪ ১৬। ৮৪০, ১২০, ২০, ১ (?) জিজ্ঞাসা (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? ক) খ) গ) ঘ) ১৭। এর মান কত? ক) ৩০ খ) ৬০ গ) ২২৫ ঘ) ১৫ ১৮। ৯+৭+৫+............ ধারাটির প্রথম হ সংখ্যক পদের যোগফল -১৪৪ হলে হ= কত? ক) ১৬ খ) ১২ গ) ১৪ ঘ) ১৮ ১৯। ষড়ম১১+ষড়ম১২১+ষড়ম১৩৩১+........... ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত? ক) ৪৫ ষড়ম১১ খ) ৫৫ ষড়ম১১ গ) ৩৬ ষড়ম১১ ঘ) ৬৬ ষড়ম১১ ২০। দুইট বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩:২, বৃত্ত দুইটির আয়তনের অনুপাত কত হবে? ক) ২:৩ খ) ৩:৪ গ) ৪:৯ ঘ) ৯:৪ উত্তর : ১.ঘ ২.গ ৩.ঘ ৪.গ ৫.ক ৬.ঘ ৭.খ ৮.খ ৯.গ ১০.গ ১১.খ ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.গ ১৮.ঘ ১৯.খ ২০.ঘ
×