ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিজেকে সেরা মানতে নারাজ গার্ডিওলা

প্রকাশিত: ০৬:১৯, ৫ এপ্রিল ২০১৫

নিজেকে সেরা মানতে নারাজ গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ কোচ হিসেবে যাত্রাটা তাঁর খুব বেশি দিনের নয়; তার পরও অসাধারণ পারফরমেন্স উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায় নিজের জাত ছিনিয়ে পেপ গার্ডিওলার দাপট দেখছে এখন বুন্দেস লিগার বেয়ার্ন মিউনিখ। কিন্তু বিশ্ব ফুটবলে অল্প সময়েই সাফল্যের দেখা পাওয়া এই স্প্যানিশ কোচ নিজেকে সেরা মানতে নারাজ। তাঁর মতে কোচ নয় বরং দিনের শেষে দলের খেলোয়াড়রাই সব কিছুতে পার্থক্য গড়ে দেন। বেশ কয়েক বছর ধরেই বিশ্ব ক্লাব ফুটবলে অন্যতম সেরা কৌশলী কোচ হিসেবে পেপ গার্ডিওলাকে বিবেচনা করা হচ্ছে। কিন্তু বার্সিলোনার সাবেক কোচ এই প্রশংসায় সাগরে গা ভাসাচ্ছে না। বরং নিজেকে সংযত রাখার চেষ্টা করছেন তিনি। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে স্প্যানিশ এই কোচ বলেন, ‘আমি বিশ্বের সেরা কোচ নই। শুধু খেলোয়াড়দের সহযোগিতা করার জন্য আমি এখানে আসতে পেরেছি। এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। খেলোয়াড়দের ওপর আমার অগাধ বিশ্বাস আছে।’ বার্সিলোনায় চার বছর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গার্ডিওলা। সেখানেই নিজেকে মেলে ধরেছেন তিনি। একের পর এক সাফল্য উপহার দিয়ে কাতালান ক্লাবটিকে নিয়ে যান শীর্ষে। এরপর সাময়িক বিরতি শেষে গত মৌসুমেই বেয়ার্ন মিউনিখের দায়িত্ব নেন তিনি। প্রথম মৌসুমেই বুন্দেস লিগার ক্লাবটিকে সাফল্য এনে দিতে সক্ষম হন এই স্প্যানিয়ার্ড। এবারের মৌসুমেও বেয়ার্নের সামনে সুযোগ এসেছে ট্রেবল শিরোপা জয়ের। আর সেই বিষয়টিকে সামনে নিয়ে এলেন গার্ডিওলা। শীর্ষদের আগে থেকেই সতর্ক করে তিনি জানিয়ে দেন বেভারিয়ান্সদের সামনে অনেক গুরত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। তাই কঠিন সময়ের জন্য সকলকেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকতে হবে। এ বিষয়ে তাঁর অভিমত, ‘এখানে আসার পর এই মুহূর্তেই আমি সবচেয়ে কঠিন সময় পার করছি। আগামী কয়েক মাসে আমার সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এপ্রিল মাসেই অনেক কিছুর চূড়ান্ত হবে। প্রতিটি ম্যাচই এখানে ফাইনালের মতো। খেলোয়াড়দেরও এই ম্যাচগুলোর আবহ বুঝে সামনে এগিয়ে যেতে হবে। এই ম্যাচগুলো জিততে না পারলে আমাদের দোষারোপ করা হবে।’ আর্ন্তজাতিক বিরতির পর শনিবারই মাঠে নামবে বেয়ার্ন মিউনিখ। এদিন তাদের প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী বরসিয়া ডর্টমুন্ড। তবে বুন্দেস লিগার চ্যাম্পিয়নদের জন্য দুঃসংবাদ হলো পায়ের গোঁড়ালির ইনজুরি থেকে এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি ফরাসী তারকা ফ্রাংক রিবেরি। এর আগে আলবার ইনজুরির খবরের ধাক্কা সামলাতে না সামলাতেই রিবেরির চোট দীর্ঘায়িত হওয়ার খবর কিছুটা হলেও হতাশ করেছে মিউনিখকে। গত মাসে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে চোট পেয়েছিলেন রিবেরি। এখনও সুস্থ হতে পারেননি তিনি। তাই চলতি সপ্তাহে আর মাঠে নামা হচ্ছে না তার। তবে রিবেরির না থাকাটা দলের জন্য যে অনেক বড় ক্ষতি সেটা অকপটেই স্বীকার করেছেন বেয়ার্নের জার্মান অধিনায়ক ফিলিপ লাম, ‘এটা আমাদের জন্য মোটেও ভাল খবর নয়। সে দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে এখানে আমাদের কিছুই করার নেই। সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
×